Jagdeep Dhankar on narada case: নারদকাণ্ডে ফিরহাদ, মদন, মকুল ও শোভনের বিরুদ্ধে মামলার অনুমতি রাজ্যপালের
সম্প্রতি একটি আবেদন করে সিবিআইয়ের তরফে জানানো হয়, ‘এই ঘটনার সময় মন্ত্রী ছিলেন সুব্রত, ফিরহাদ, মদন, শোভন’। ‘
কলকাতা: নারদ মামলায় ৪ প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলার ছাড়পত্র দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার রাজভবনের তরফে বিবৃতি প্রকাশ করে তৎকালীন ৪ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইকে মামলার অনুমতি দেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি দিয়েছেন রাজ্যপাল।
সম্প্রতি একটি আবেদন করে সিবিআইয়ের তরফে জানানো হয়, ‘এই ঘটনার সময় মন্ত্রী ছিলেন সুব্রত, ফিরহাদ, মদন, শোভন’। ‘মন্ত্রীদের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন’। সিবিআই-এর এই আবেদনের পরই তাতে অনুমোদনের সিদ্ধান্ত নেন রাজ্যপাল। যদিও এ ব্যাপারে তৃণমূল নেতাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজভবনের বিবৃতি অনুযায়ী, সংবিধানের ১৬৩ ও ১৬৪ ধারা মেনে সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়েছেন রাজ্যপাল।
Governor accorded sanction for prosecution of Firhad Hakim, Subrata Mukherjee, Madan Mitra & Sovan Chatterjee being appointing authority of Ministers @MamataOfficial under Article 164 & thus competent authority
Media reports that sanction was for being MLA is incorrect. pic.twitter.com/vqEg7Cv6OW
">
উল্লেখ্য, ২০১৪ সালে কলকাতায় স্টিং অপারেশন করেছিলেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। তাঁর গোপন ক্যামেরার টাকা নিতে দেখা গিয়েছিল তৃণমূলের তাবড় রাজনৈতিক নেতাদের। ক্যামেরায় এক পুলিস কর্তাকেও দেখা গিয়েছিল। সিবিআই সূত্রে খবর, এই ৪ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ৭ নম্বর ধারায় চার্জশিট পেশের জন্য রাজ্যপালের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। অবশেষে তাতে সম্মতি জানিয়েছেন জগদীপ ধনখড়।