এক্সপ্লোর
Advertisement
প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের ফল, প্রথম পুনের চিরাগ ফলোর
জেইই মেনস ২০২০-এর ফল প্রকাশিত হওয়ার পর জেইই অ্যাডভান্সডের জন্য ১২ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন আবেদন গ্রহণ করা হয়।
কলকাতা: আইআইটির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের ফল প্রকাশিত হল। প্রথম হয়েছেন পুনের বাসিন্দা চিরাগ ফলোর, দ্বিতীয় গাঙ্গুলা ভুবন রেড্ডি, তৃতীয় বৈভব রাজ। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন কনিষ্কা মিত্তল। ছাত্রছাত্রীরা নিজের নিজের ফল জানতে পারবেন আইআইটি দিল্লির অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ।
জেনে নিন, কীভাবে নিজের ফল জানবেন
পড়ুয়া প্রথমে jeeadv.ac.in খুলবেন। তারপর ক্লিক করবেন JEE Advanced Results লিঙ্ক। এরপর স্ক্রিনে য়ে নতুন পেজ খুলে যাবে তাতে নিজের ক্রেডেনশিয়াল ও লগইন এন্টার করে সাবমিট করতে হবে। এরপর স্ক্রিনে চলে আসবে সংশ্লিষ্ট পড়ুয়ার রেজাল্ট। তা ডাউনলোড করে প্রিন্টআউটও নেওয়া যাবে।
জেইই মেনস ২০২০-এর ফল প্রকাশিত হওয়ার পর জেইই অ্যাডভান্সডের জন্য ১২ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন আবেদন গ্রহণ করা হয়। ২১ তারিখ জারি হয় অ্যাডমিট কার্ড, পরীক্ষা হয় ২৭ তারিখ। করোনার জেরে দু’ভাগে হয় পরীক্ষা, প্রথম ভাগ পরীক্ষা দেয় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, দ্বিতীয় ভাগের পরীক্ষা শুরু হয় দুপুর আড়াইটে থেকে, চলে সাড়ে পাঁচটা পর্যন্ত। এর জন্য রেজিস্ট্রেশন করিয়েছিলেন ১ লাখ ৬০ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী, পরীক্ষায় বসেন তাঁদের প্রায় ৯৬ শতাংশ।
Education Loan Information:
Calculate Education Loan EMI
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement