JEE Main May 2021 Postpones: করোনার কোপ, আবারও স্থগিত জয়েন্টের প্রবেশিকা
আজ মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী টুইট করে জানিয়েছেন,
নয়াদিল্লি: দেশজুড়ে স্থগিত সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেন-এর পরীক্ষা। এপ্রিলের পর মে মাসের পরীক্ষাও স্থগিত। করোনা পরিস্থিতি কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। আগামী ২৪ মে থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে আপাতত তা স্থগিত রাখা হল। এনটিএ-র তরফে জানানো হয়েছে পরীক্ষার রেজিস্ট্রেশনও পরে শুরু হবে।
Looking at the present situation of COVID-19 and keeping students safety in mind, JEE (Main) - May 2021 session has been postponed .
Students are advised to keep visiting the official website of NTA for further updates.@DG_NTA pic.twitter.com/utMUGrmJNi
">
আজ মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী টুইট করে জানিয়েছেন, "বর্তমান কোভিড পরিস্থিতি এবং পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে মে, ২০২১-এর JEE (Main) পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী আপডেটের জন্য NTA-এর ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। " যদিও কবে সেই পরীক্ষা হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
বিস্তারিত আসছে...
Education Loan Information:
Calculate Education Loan EMI