Jharkhand Accident: রেল লাইনে কাজের সময় হাই টেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট! মর্মান্তিক মৃত্যু ৬ শ্রমিকের
Worker Death:কাতরাসের তেতুলমারী স্টেশনের বাইরে দুর্ঘটনা। ওই রুটে আপাতত বন্ধ ট্রেন চলাচল।
কলকাতা: ঝাড়খণ্ডের ধানবাদে ভয়াবহ দুর্ঘটনা। দিল্লি-হাওড়া রেলরুটে হাই টেনশন তার ছিঁড়ে পড়ে ৬ শ্রমিকের মৃত্যু। কাতরাসের তেতুলমারী স্টেশনের বাইরে দুর্ঘটনা। ওই রুটে আপাতত বন্ধ ট্রেন চলাচল।
হাওড়া-নয়াদিল্লি লাইনে ধানবাদ ও গোমো স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর সেখানেই হাই টেনশন তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ্ত্যু হয় ৬ জনের।
সূত্রের খবর, ডিআরএম-এর তরফে বলা হয়েছে যে কাজ হচ্ছিল তা দফতরের তরফে জানাছিল না। গোটা বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে রেলের তরফে। সূত্রের খবর, ডিআরএম-এর তরফে জানানো হয়েছে, তিন স্তরে গোটা তদন্ত প্রক্রিয়া চলবে। পুলিশের তরফে তদন্ত করা হবে। তারপরে রেল পুলিশ আলাদা করে তদন্ত করবে। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরের তরফেও তদন্ত করা হবে।
সূত্রের খবর, ডাউন লাইনের ৭ নম্বর পোলের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। ঠিকাদারের দল রেল লাইনের পাশে পোল বসাচ্ছিলেন। সেই সময় ওই পোল ২৫০০০ ভোল্টের হাই টেনশন তারের সঙ্গে লেগে যায়। সূত্রের খবর, ঘটনাস্থলেই মারা যান ৮ জন শ্রমিক। দুই জন শ্রমিক কোনওভাবে বিপদ এড়ান। কাছেই এক বালিকা জল তুলছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয় সেও। তবে তার অবস্থা গুরুতর নয়। কাজ করার সময় সেই জায়গায় ১৩ জন শ্রমিক কাজ করছিলেন বলে সূত্রের খবর। দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। তারপরে দেহ উদ্ধারের পরে ট্রেন চলাচল শুরু হয়। লাইন খোলার পরে প্রথমে হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস যায়।
রেল ঠিকাদারের যে ৬ জন শ্রমিক মারা গিয়েছেন, তাঁরা পালামৌ, লাতেহার এবং এলাহাবাদের বাসিন্দা। এমন দুর্ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে বাকি শ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কীভাবে এমন ঘটনা ঘটল, কেন আগে থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
কদিন আগে বাংলাতেও:
সম্প্রতি পশ্চিমবঙ্গের বীরভূমেও হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। দাইপুর থানার রেঙ্গুন গ্রামে বিদ্যুতের তারে লেগে দুই যুবকের মৃত্যু হয়। যাঁরা মারা গিয়েছেন তাঁরা সম্পর্কে দুই ভাই। দুজনেরই বাড়ি উত্তরপ্রদেশের মথুরা জেলায়। ওই দুজন ধান কাটার মেশিন নিয়ে এসেছিলেন। ওই এলাকায় বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তাঁরা ধান কাটছিলেন। এদিন সেই কাজেই একটি গাড়িতে ধান কাটার মেশিন নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাঁরা। সেই সময়েই দুর্ঘটনা ঘটে। ওই রাস্তার উপরেই ছিল ১১০০০ ভোল্টের তার। কোনওভাবে মেশিনের একটি অংশ ওই তারে লেগে যায়। সেই সময় তার সরাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই দুজন ব্যক্তি।
আরও পড়ুন:ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার