LIVE UPDATES: ঝাড়খণ্ডে কংগ্রেস-জেএমএম-আরজেডি পেল ৪৭ আসন, বিজেপির ঝুলিতে মাত্র ২৫টি, জোটে আস্থা রাখায় কৃতজ্ঞতা জানিয়ে টুইট সনিয়ার
LIVE
Background
রাঁচি: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে অশান্তির মধ্যেই আজ ৮১ আসনের ঝাড়ঘণ্ড বিধানসভার ভোট গণনা। । ৩০ নভেম্বর শুরু হয় ৫ দফার ভোট, চলে শুক্রবার পর্যন্ত। রাজ্যের ২৪টি জেলা সদরে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হচ্ছে। মনে করা হচ্ছে, বেলা ১টার মধ্যে ফলাফল স্পষ্ট হয়ে যাবে।
হরিয়ানা, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড তৃতীয় বিজেপি শাসিত রাজ্য, যেখানে এ বছর বিধানসভা ভোট হয়েছে। লড়াই মূলত বিজেপি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন কংগ্রেস ও আরজেডি জোটের মধ্যে। ২০১৪-য় প্রথমবার নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ঝাড়খণ্ড বিধানসভা ভোটে বিজেপির আসনসংখ্যা বাড়ে, ২০০৯-এর ১৮ থেকে ২০১৪-য় বেড়ে হয় ৩৭। এরপর ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (প্রজাতান্ত্রিক) বা জেভিএম-পি-র ৬ বিধায়ক বিজেপিতে যোগ দেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম পায় ১৭টি আসন, তাদের জোটসঙ্গী কংগ্রেস ৬টি। ৫টি যায় অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন বা এজেএসইউ-র ঝুলিতে। ২০০০ সালে বিহার থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের পর এটি ঝাড়খণ্ডের চতুর্থ বিধানসভা ভোট।
রাঁচিতে মূল গণনা কেন্দ্র করা হয়েছে পান্দ্রা বাজার সমিতির কমপ্লেক্সে। সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি গণনা কেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। এক্সিট পোল বলছে, ত্রিশঙ্কু হতে চলেছে ঝাড়খণ্ড বিধানসভা।