Jammu Air Force Station Blast : জম্মু এয়ারফোর্স স্টেশন বিস্ফোরণে জঙ্গি-যোগ, জানালেন ডিজিপি
জম্মু এয়ারফোর্স স্টেশন বিস্ফোরণে জঙ্গি যোগ পাওয়া গেছে। জানালেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং।
জম্মু ও কাশ্মীর : জম্মু এয়ারফোর্স স্টেশন বিস্ফোরণে জঙ্গি যোগ পাওয়া গেছে। জানালেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর।
সংবাদ সংস্থা ANI-কে ডিজিপি বলেন, জম্মুতে উভয় বিস্ফোরণে ড্রোন থেকে বিস্ফোরক ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছে। ৫-৬ কেজি ওজনের আরও একটি আইইডি উদ্ধার করেছে জম্মু পুলিশ। এই আইইডি ব্যবহার করে জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা। ওরা এটা কোনও জনবহুল এলাকায় ব্যবহার করতে চেয়েছিল।
তিনি আরও বলেন, এর জেরে বড়সড় জঙ্গি নাশকতা প্রতিহত করা গেছে। ধৃত সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিস্ফোরণের ঘটনায় আরও কয়েকজন সন্দেহভাজনকে পাকড়াও করা হবে। অন্যান্য এজেন্সির সঙ্গে এই ঘটনায় একযোগে তদন্ত করছে পুলিশও। ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। তদন্ত চলছে।
প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনা পরিচালিত সাতওয়ারি বায়ুসেনা স্টেশনে বিস্ফোরণ ঘটে। রাত ২টো নাগাদ পরপর দু’বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় দুই জন জখম হয়েছেন।
জানা গেছে, জম্মু বিমানবন্দরের রানওয়ে ও এয়ার ট্রাফিক কন্ট্রোল ভারতী বায়ুসেনার অধীনে রয়েছে। যাত্রীবাহী উড়ানও এখান থেকে অপারেট হয়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বম্ব ডিসপোজাল স্কোয়াড, ফরেন্সিক দল। পরে ঘটনাস্থানে যায় এনআইএ।
ঘটনায় ড্রোন হামলার সম্ভাবনা নিয়ে জল্পনার মধ্যেই সহকারী বায়ুসেনা প্রধান এইচএস অরোরার সঙ্গে ফোনে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর মাঝেই বায়ুসেনার বিশেষ বিমানে চেপে নয়াদিল্লি থেকে লাদাখ যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিন দিনের সফরে লাদাখ গিয়েছেন তিনি ।
জম্মু বিস্ফোরণ প্রসঙ্গে প্রাক্তন সেনাকর্তা তথা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল বলেন, "জম্মু এবং কাশ্মীরে পাকিস্তানের দ্বারা অশান্তি ছড়ানোর চেষ্টা কোনওদিন থামবে না যতক্ষণ পাকিস্তানকে ধ্বংস না করা হচ্ছে। বোমা বিস্ফোরণের বেশ কিছু ঘটনায় আমরা পাকিস্তানের থেকে কিছু বক্তব্য আশা করেছিলাম। প্রাথমিক তদন্ত চলছে। সুরক্ষার ব্যবস্থা আরও ভাল করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।"