ফের সিআরপিএফ কনভয়ে আইইডি হামলা পুলওয়ামায়, আহত ১ জওয়ান
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি, এই পুলওয়ামাতেই সিআরপিএফ কনভয়ে জঙ্গিদের ঘটানো আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৪০ জওয়ানের
জম্মু: ফের সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরে। এবারও ঘটনাস্থল পুলওয়ামা। রবিবার সকালে হওয়া ওই হামলায় আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান।
সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন পুলওয়ামা জেলা দিয়ে যাচ্ছিল কেন্দ্রীয় বাহিনীর কনভয়টি। গঙ্গু এলাকায় কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
সিআরপিএফ-এর তরফে জানানো হয়েছে, ওই বিস্ফোরণের ঘটানোর পর কনভয়ের ওপর গুলিবর্ষণও করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও।
হামলার ঘটনায় এক জওয়ান আহত হয়েছেন। গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। শুরু হয় চিরুনি তল্লাশি। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় অতিরিক্ত ফোর্স।
এখানে বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি, এই পুলওয়ামাতেই সিআরপিএফ কনভয়ে জঙ্গিদের ঘটানো আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৪০ জওয়ানের। আইইডি-ভর্তি গাড়ি দিয়ে হামলা চালানো হয়েছিল। ওই হামলার নেপথ্যে ছিল জঈশ-ই-মহম্মদ।
ওই ঘটনায় গত বৃহস্পতিবার আরও একজনকে গ্রেফতার করেছে এনআইএ।