জেএনইউতে হামলা: প্রতিবাদে কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ অধ্যাপকের
দেশের অর্থনৈতিক তথ্যের পর্যালোচনার জন্য গতমাসে অর্থনৈতিক পরিসংখ্যান সংক্রান্ত একটি স্থায়ী কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ন মন্ত্রক।
নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হিংসার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করলেন সেখানকার এক অধ্যাপক। দেশের অর্থনৈতিক তথ্যের পর্যালোচনার জন্য গতমাসে অর্থনৈতিক পরিসংখ্যান সংক্রান্ত একটি স্থায়ী কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ন মন্ত্রক। সেই কমিটিতে ছিলেন জেএনইউ-র অধ্যাপক সিপি চন্দ্রশেখর। কিন্তু, রবিবার জেএনইউ-র মধ্যে মহিলা হোস্টেলে ঘটা বহিরাগত দুষ্কৃতী হামলার প্রতিবাদে ওই কমিটি থেকে ইস্তফা দেন তিনি। সম্প্রতি, অভিযোগ ওঠে পরিসংখ্যান ব্যবস্থায় ‘রাজনৈতিক হস্তক্ষেপ’ হচ্ছে। কারণ, সাম্প্রতিককালে- কর্মসংস্থান ও গ্রাহকদের ব্যয়-- এই দুই ইস্যু সংক্রান্ত পরিসংখ্যান রিপোর্টের প্রকাশ স্থগিত রাখে কেন্দ্র। সেই আশঙ্কা বা সংশয় ওঠার পরই ওই কমিটি গঠন করা হয়। শীঘ্রই প্রাক্তন মুখ্য পরিসংখ্যানবিদ প্রণব সেনের নেতৃত্বাধীন ওই কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা ছিল।