(Source: ECI/ABP News/ABP Majha)
রাজ্যে ১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স, ১৪ অগাস্টের মধ্যে ফলপ্রকাশ
কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। জানাল বোর্ড।
কলকাতা: রাজ্যে ১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। জানাল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এদিন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ২৭৪টি পরীক্ষা কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে। বাড়ির কাছে শিক্ষাকেন্দ্রে পরীক্ষা করানোর চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে। এর আগে পরীক্ষা হওয়ার কথা ছিল ১১ জুলাই। তা ৬ দিন পিছিয়ে পরীক্ষা হবে ১৭ জুলাই।
এদিন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। যার মধ্যে ৬০ শতাংশ পরীক্ষার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা। বাকি ৪০ শতাংশ অন্যান্য রাজ্যের। মহামারী পরিস্থিতিতে এবছর জোনগুলি আরও বিস্তৃত করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড। পরীক্ষার্থীদের আবেদন অনুযায়ী তাঁদের বাড়ির কাছের কেন্দ্রেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের সরকারি, বেসরকারি স্কুল, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা হবে। চলতি বছর জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ হবে ১৪ অগাস্টের মধ্যে। তিন দফায় কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে, জানাল বোর্ড।
চলতি বছরের প্রথম অফলাইন পরীক্ষা নিতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এই সময়ের মধ্যে পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার আশা বোর্ডের। করোনাকালে কীভাবে নেওয়া হবে পরীক্ষা? রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে, পরীক্ষার সঙ্গে যাঁরা যুক্ত থাকবেন তাঁদের কোভিড প্রটোকল মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ সম্পর্কে অবগত করা হয়েছে সেন্টার ইন চার্জদের। এই নিয়ে বুকলেটও পাঠানো হয়েছে। কীভাবে পরীক্ষাকেন্দ্রে বসবেন পরীক্ষার্থী? ন্যূনতম ৪ থেকে ৫ ফুট দূরত্ব মানা হবে। একেকটা ঘরের পরিসর অনুযায়ী ২০ জনকে বসানো হবে। জায়গা বেশি থাকলে ২৪ জনকে বসানো হবে। একেকটা বেঞ্চে ১ জন বা ২ জন করে বসবে।
কিন্তু করোনা আবহে যেখানে বাতিল হয়ে গেল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানে কী করে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে? বোর্ডের পক্ষ থেকে বলা হয়, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যার সঙ্গে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার্থীর সংখ্যার সঙ্গে পার্থক্য রয়েছে। ১০ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী সেখানে, আর জয়েন্টের ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯২ হাজারের থেকে সামান্য বেশি। পরীক্ষা কেন্দ্রেও সংখ্যাও বেশি জয়েন্ট এন্ট্রান্সে।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জয়েন্ট এন্ট্রান্স ছাড়াও এ বছরে আরও ১১টি প্রবেশিকা হবে। নার্সিংয়ের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা ৪ জুলাইয়ের পরিবর্তে হবে ৩১ জুলাই। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা হবে ৭ এবং ৮ অগাস্ট। স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা হবে ১৪ অগাস্ট।