Kangana Ranaut Corona Positive: করোনা আক্রান্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত
নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে এই খবর জানিয়েছেন অভিনেত্রী
মুম্বই: এবার করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে এই খবর জানিয়েছেন অভিনেত্রী। আপাতত হোম আইসোলেশনে আছেন কঙ্গনা।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রী লিখেছেন, “গত কয়েকদিন ধরে খুব ক্লান্ত এবং দুর্বল লাগছিল। চোখে জ্বালা অনুভব করছিলাম। গতকাল হিমাচলে করোনা পরীক্ষা করাই। আজ আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি নিজেকে কোয়ারান্টিন করে নিয়েছি।“ তিনি আরও লিখেছেন, “জানি না কতদিন ধরে আমার শরীরে ভাইরাস ছিল। এবার ওদের মেরে ফেলব। দয়া করে ভয় পাবেন না। আপনি যত ভয় পাবেন তত ওরা আপনাকে ভয় দেখাবে। আসুন একসঙ্গে কোভিড-১৯-এর বিনাশ করি। কোভিড-১৯ সামান্য ফ্লু ছাড়া আর কিছুই না।“
একের পর এক করোনার থাবায় জর্জরিত বলিউড। ভিকি কৌশল থেকে শুরু করে ভূমি পেডনেকর, ক্যাটরিনা কইফ, অক্ষয় কুমার, আমির খান, দীপিকা পাডুকোন করোনা আক্রান্ত হয়েছেন একাধিক অভিনেতা অভিনেত্রী। আর একবার করোনার থাবায় সংক্রমিত কঙ্গনাও।
গত ৪ মে করোনা আক্রান্ত দীপিকা পাডুকোন। মঙ্গলবাক করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তাঁর। কেবল দীপিকা নন, করোনা আক্রান্ত তাঁর গোটা পরিবার। বাবা প্রকাশ পাডুকোন কোভিড আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ভর্তি হয়েছেন হাসপাতালে। সংক্রমিত দীপিকার মা উজ্জ্বলা ও বোন অনিশাও। আপাতত বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। কিছুটা স্থিতিশীল প্রকাশ পাডুকোনও। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।