Kanishka Narayan: বিহারে জন্ম, ৩৩ বছর বয়সেই ব্রিটিশ পার্লামেন্টের সদস্য কণিষ্ক! কেমন ছিল উত্থান?
Indian Origin MP in UK: কীভাবে পৌঁছলেন UK-তে? কীভাবে সেদেশের রাজনীতির অলিন্দে?
কলকাতা: ভারতে জন্ম। ছোটবেলায় এদেশেই পড়াশোনা। তারপর বাবা-মায়ের হাত ধরে সোজা ব্রিটেনে (UK Parliament)। এখন ভোটে জিতে ওই দেশেরই পার্লামেন্টে পৌঁছলেন কণিষ্ক নারায়ণ (Kanishka Narayan)। ওয়েলসের (Wales) Vale of Glamorgan থেকে লেবার পার্টির হয়ে জিতে UK-এর সংসদে পৌঁছলেন তিনি। কণিষ্কর শিকড় ভারতের বিহারের মুজফফরপুরে।
ANI-প্রতিবেদন অনুযায়ী, কণিষ্কর কাকা এসকেজে ল কলেজের ডিরেক্টর জয়ন্ত কুমার জানিয়েছেন, কণিষ্কর এই সাফল্য শুধু বিহার নয়, গোটা দেশের গর্ব। এএনআই-কে তিনি বলেন, 'কণিষ্ক আমার ছোট ভাইয়ের ছেলে। ওই নির্বাচনে লড়ার জন্য় চাকরি ছাড়েন তিনি। ও সবসময় রাজনীতিতে ছিলেন।'
বছর ৩৩-এর কণিষ্ক নারায়ণ বিহারের মুজফফরপুরে জন্মেছিলেন। এই দেশে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন তিনি। কণিষ্কর ঠার্কুদা এবং ঠাকুমা কৃষ্ণ কুমার এবং বীণা দেবী আদতে বৈশালি জেলার বাসিন্দা। বহু বছর আগে তাঁরা মুজফফরপুরে এসে থিতু হন। কৃষ্ণ কুমার মুজফ্ফরপুর ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এসকেজে ল কলেজের প্রতিষ্ঠাতাও ছিলেন। ওই কলেজ থেকে পড়াশোনা করেই দিল্লি চলে গিয়েছিলেন কণিষ্কর বাবা-মা সন্তোষ কুমার এবং চেতনা সিংহ। দিল্লির সাকেতে এপিজে স্কুলে কিছুদিন পড়াশোনা করেছিলেন কণিষ্ক। ১২ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে UK-তে চলে যান তিনি। সেখানেই বাকি পড়াশোনা। Eton Oxford থেকে পড়াশোনা করেছিলেন তিনি, ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই প্রাক্তনী ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
On my first full day as the Vale’s MP, I was delighted to get to work on my three key campaign priorities for our community.
— Kanishka Narayan (@KanishkaNarayan) July 6, 2024
𝐓𝐚𝐜𝐤𝐥𝐢𝐧𝐠 𝐜𝐡𝐢𝐥𝐝 𝐩𝐨𝐯𝐞𝐫𝐭𝐲. Full of ideas after discussing our shared hopes for tackling child poverty in the Vale with @slloydselby, who… pic.twitter.com/mixkej0OJK
𝐖𝐞 𝐚𝐫𝐞 𝐬𝐨 𝐜𝐥𝐨𝐬𝐞 𝐭𝐨 𝐬𝐭𝐨𝐩𝐩𝐢𝐧𝐠 𝐂𝐨𝐧𝐬𝐞𝐫𝐯𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐡𝐚𝐨𝐬 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐕𝐚𝐥𝐞!
— Kanishka Narayan (@KanishkaNarayan) July 4, 2024
Incredible effort from Team Vale, speaking to thousands of voters today from Barry, through Cowbridge and Llantwit Major, all the way to Ogmore-by-Sea.
Now for the final… pic.twitter.com/UauUYvLgtf
UK-তে সিভিল সার্ভিসে কর্মরত ছিলেন তিনি। নির্বাচনের ঘোষণার পরে পদত্যাগ করে নির্বাচনে লড়েন তিনি। মাস দুয়েক আগে এক পারিবারিক অনুষ্ঠানে ভারতে এসেছিলেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।