Delhi Election Results : ১০ বছর পর মুখ ফেরাল দিল্লি, ভোটে হার, মার্কশিট হাতে পেয়ে কেজরি বললেন...
Arvind Kejriwal On Delhi Election Results : আপ শুধু রাজনীতিতে ক্ষমতার করার জন্য নয়, মানুষের সেবা করার জন্য এসেছে। বললেন কেজরিওয়াল।

নয়াদিল্লি : ১৭ বছর পর দিল্লি বিধানসভা দখলের পথে বিজেপি। দিল্লির দিলে ফুটল পদ্ম। আপের হার সম্পর্কে পূর্বাভাস করেছিল এক্সটি পোল। কিন্তু এই নির্বাচনে অপ্রত্যাশিতভাবে নয়াদিল্লি আসনে হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। পদ্ম-ঝড়ে কার্যত সাফ হওয়ার পর দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, আম-আদমি দলের প্রধান কেজরিওয়াল জানালেন, জনতা জনার্দনের রায় মাথা নিচু করে মেনে নিচ্ছি।
২৩ আসনে এগিয়ে থেকে আপই দিল্লি বিধানসভায় একমাত্র বিরোধী দল হতে চলেছে। কারণ এবারও কংগ্রেসের হাত খালি। কেজরিওয়াল বললেন, ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন। আশা করি দিল্লির জনতা যে ভাবনা ও আশা রেখে তাদের জয়ী করেছে, বিজেপি সেই প্রত্যাশাপূরণ করবে। 'গত ১০ বছর দিল্লির জনতা আম আদমি পার্টিকে সেবা করার সুযোগ দিয়েছে। আমরাও শিক্ষা, স্বাস্থ্য, জল ও বিদ্যুৎ ক্ষেত্রে অনেক কাজ করেছি। নানাভাবে মানুষের উপকার করার চেষ্টা করেছি। পরিকাঠামোর উন্নতি করার চেষ্টা করেছি। আমরা এবার শুধুমাত্র দায়িত্বশীল বিরোধী দল হিসেবে নয়, মানুষের সেবায় সব সময় পাশে থাকব। আপ শুধু রাজনীতিতে ক্ষমতার করার জন্য নয়, মানুষের সেবা করার জন্য এসেছে। এভাবেই আমরা কাজ চালিয়ে যাব। আমি আম-আদমি-পার্টির সকলকে অভিনন্দন জানাব, তাঁরা খুব ভাল নির্বাচন লড়েছেন'।
উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে দিল্লির জঙ্গপুরা আসনে হেরে গেছেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। কালকাজি আসনে পিছিয়ে থেকেও দুরন্ত জয় পেয়েছেন অতিশী, হেরে গেলেন বিজেপি প্রার্থী রমেশ বিধুরি। হেরে গিয়েছেন আপের আরেক হেভিওয়েট প্রার্থী সত্যেন্দ্র জৈনও। মালব্যনগরে পরাজিত হয়েছেন আপের সোমনাথ ভারতী, গ্রেটার কৈলাসে হেরেছেন সৌরভ ভরদ্বাজ।
মোদি ২০১৪ সালেই দিল্লির তখতে বসলেও, এতদিন অবধি বিধানসভা তাদের দখলে ছিল না। এবার, কেজরিওয়ালকে উড়িয়ে দিয়ে, কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও বিজেপির শাসিন প্রতিষ্ঠিত হল। ট্রেন্ড অনুযায়ী, ৭০ আসনের দিল্লি বিধানসভার ম্যাজিক ফিগার ৩৫। বিজেপির দখলে ৪৮টি। আম আদমি পার্টির দখলে ২২টি আসন। এবারও, খালি হাতেই ফিরতে হল কংগ্রেসকে। দিল্লি জয়ের পর এক্স পোস্টে নরেন্দ্র মোদি বলেন, উন্নয়নের জয়, সুশাসনের জয়। সন্ধে ৭.৪৫ মিনিটে দিল্লিতে বিজেপির সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: রাজধানীর বুকে কংগ্রেসের শূন্যের হ্যাট-ট্রিক, কোন ভুলে ফের মার্কশিটে লালকালি?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
