Kerala Monsoon: সত্য়ি হচ্ছে পূর্বাভাস, কেরলে বর্ষা ঢোকার দিনক্ষণ জানাল মৌসম ভবন
India Monsoon Update: মৌসম ভবন পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে কেরালায় মৌসুমি বায়ুর আগমনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতা: পূর্বাভাস আগেই ছিল। এবার সেই পূর্বাভাস সত্যি করে কেরলে ঢুকছে বর্ষা (Kerala Monsoon)। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, পরস্থিতি অনুকূল থাকলে চলতি সপ্তাহের মধ্যেই বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের এরাজ্যে।
কেরলে ঢুকছে বর্ষা: সাধারণত ১ জুন কেরলে বর্ষা ঢোকার আদর্শ সময়। মৌসম ভবন পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে কেরালায় মৌসুমি বায়ুর আগমনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ২৫ মে-র মধ্যে কেরলে বর্ষা ঢুকতে পারে। পরিস্থিতি অনুকূল হলে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মৌসুমি বায়ু দক্ষিণ আরব সাগরের কিছু অংশে ঢুকবে। একইসঙ্গে মলদ্বীপ ও কোমোরিন এলাকায় ঢুকে পড়বে। দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকায় ঢুকে পড়বে মৌসুমি বায়ু। এরপর মৌসুমি বায়ু উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশ অগ্রসর হবে। বঙ্গোপসাগর থেকে, মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের আগেই উত্তর-পূর্ব রাজ্যগুলির পাশাপাশি ওড়িশা এবং পশ্চিমবঙ্গে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এদিকে প্রবল বর্ষণ চলছে কর্নাটকের একাধিক এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে অসম, মেঘালয়, কেরল, মাহে, কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, সিকিম, উত্তরবঙ্গ, তামিলনাড়ু, পন্ডিচেরি করাইকাল।
এদিকে বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকাচর বাতাস বইবে। দক্ষিণবঙ্গে এই সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টির আশঙ্কা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতি বেগে তীব্র ঝড়ের সতর্কবার্তা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের আট জেলাতেই। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই।






















