Kolkata Ayodhya Flight: ২ ঘণ্টায় কলকাতা-অযোধ্যা! শুরু নতুন বিমান পরিষেবা
Ram Mandir Inauguration:সপ্তাহে তিনদিন মিলবে এই বিমান। মূল ভাড়া ৪ হাজার ১৫ টাকা।
অর্ণব মুখোপাধ্যায় ও হিন্দোল দে, কলকাতা: এবার কলকাতা sথেকে এক বিমানে অযোধ্য়া। চালু হয়ে গেল কলকাতা-অযোধ্যা সরাসরি বিমান পরিষেবা। সপ্তাহে তিনদিন মিলবে এই বিমান।
রাম মন্দির উদ্বোধনের বাকি আর মাত্র ৫ দিন। তার আগে, বুধবার চালু হল, কলকাতা-অযোধ্যা সরাসরি বিমান পরিষেবা। কলকাতা থেকে দুপুর পৌনে একটায় রওনা দিয়ে, ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে অযোধ্যার মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে পৌঁছবেন যাত্রীরা। সপ্তাহে তিনদিন মিলবে এই বিমান। মূল ভাড়া ৪ হাজার ১৫ টাকা। বিমান সংস্থার তরফে, কলকাতা থেকে অযোধ্যার প্রথম বিমান-যাত্রার বোর্ডিং পাস তুলে দেওয়া হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে।
হায়দরাবাদ থেকে এসেছেন পুণ্য়ার্থী সন্দীপ শর্মা। তিনি বলেন, 'হায়দরাবাদ থেকে সরাসরি বিমান নেই। কলকাতা ভাগ্যবান যে এখান থেকে সরাসরি বিমান রয়েছে। আমি অযোধ্যায় রাম মন্দির দেখতে যাচ্ছি। খুবই আনন্দে আছি।' এক সাধুও এদিন বিমানে অযোধ্যা যাচ্ছিলেন। তিনি বলেন, 'গঙ্গাসাগরে এসেছিলাম। ওখানে মকর সংক্রান্তির দিন স্নান করেছি। এখান থেকে এবার অযোধ্যা যাচ্ছি। ওখানে রাম লালার প্রাণপ্রতিষ্ঠায় থাকতে পারব।'
এদিন বিমানবন্দরে অযোধ্য়াগামী যাত্রীদের মিষ্টিমুখ করায় বিজেপি। বিজেপি নেতা নারায়ণ শর্মা বলেন, 'মিষ্টি খাওয়াতে এসেছি। খুব আনন্দ। এই আনন্দ রাখার জায়গা নেই। ৫০০ বছরের স্বপ্নপূরণ হচ্ছে।'
২২ জানুয়ারি, রাম মন্দিরের উদ্বোধনের দিন ছুটি দেওয়া হয়েছে কলকাতার শেঠ সুরজমল জালান বালিকা বিদ্যালয়ে। এই স্কুলের এক তলায় রয়েছে রাম মন্দির। আর, উপরে স্কুল। সোমবার, এই মন্দিরেই কর্মসূচি রয়েছে বিজেপির। শেঠ সুরজমল জালান ট্রাস্টের ম্যানেজার বিজয় কুমার জোশী বলেন, 'ওই দিন অনেক লোক আসবেন। মহিলাদের স্কুল। তাই বন্ধ রাখা হবে।' ২২ তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন, ঘরে ঘরে প্রদীপ জ্বালাতে বলেছেন নরেন্দ্র মোদি। সেজন্য় বুধবার হাজরায় প্রদীপ বিতরণ করেন বিজেপি সমর্থকরা।
অযোধ্য়ার 'বিতর্কিত' জমিতে রামমন্দিরের নির্মাণ প্রায় সম্পন্ন। ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধন, প্রাণপ্রতিষ্ঠা 'রামলালা' অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হবে।
অযোধ্যায় রাম মন্দির প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে বহু রাজ্য 22 জানুয়ারিতে ছুটি ঘোষণা করেছে। উত্তরপ্রদেশেও 22শে জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। শোনা যাচ্ছে, উত্তরপ্রদেশে 22 জানুয়ারি ব্যাঙ্কও ছুটি থাকবে।
যদি 22 জানুয়ারি অর্থাৎ সোমবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে, তবে উত্তরপ্রদেশে আগামী সপ্তাহে ব্যাঙ্কগুলি কেবল দু'দিন কাজ করবে। ২১ জানুয়ারি রবিবার সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। রাম মন্দির উদযাপনের কারণে 22 জানুয়ারি ব্যাঙ্ক ছুটি থাকবে। এরপর ২৩ জানুয়ারি মঙ্গলবার ও ২৪ জানুয়ারি বুধবার ব্যাঙ্কগুলিতে স্বাভাবিক কাজ চলবে।
আরও পড়ুন: ছুটি ঘোষণা, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে বন্ধ থাকবে ব্যাঙ্ক ?