(Source: ECI/ABP News/ABP Majha)
Aadhar - ration Card Link : আধার রেশন কার্ডের সংযুক্তিকরণের শেষ দিন ৩০ নভেম্বর, না হলে কী হবে ?
Aadhar ration Card Link : শেষ দিন ৩০ নভেম্বর। তবে এই সময়সীমার মধ্যে কেউ যদি সংযুক্তিকরণের কাজ করতে না পারেন, তাহলে তাঁকে বঞ্চিত করা হবে না।
কলকাতা : আধার কার্ডের (aadhar Card ) সঙ্গে রেশন কার্ডের (Ration card0) সংযুক্তিকরণের শেষ দিন ৩০ নভেম্বর। তবে এই সময়সীমার মধ্যে কেউ যদি সংযুক্তিকরণের কাজ করতে না পারেন, তাহলে তাঁকে বঞ্চিত করা হবে না। এমনই আশ্বাস দিল কলকাতা হাইকোর্ট।
আদালত সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৬২ শতাংশ মানুষের আধার ও রেশন কার্ডের লিঙ্ক হয়েছে। এক্ষেত্রে নভেম্বরের মধ্যে কীভাবে সব কাজ শেষ হবে? তা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানির দিন ১ ডিসেম্বর।
আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে রেশন কার্ডের (Ration card) লিঙ্ক করানো তেমন কঠিন নয়। । সামান্য কয়েকটা ধাপ পেরোলে ঘরে বসেই করতে পারবেন এই কাজ। সম্প্রতি দুই কার্ডে লিঙ্ক করাতে সোশ্যাল মিডিয়ায় পথ দেখিয়েছে রাজ্য সরকার। জেনে নিন কীভাবে করবেন এই কাজ।
আরও পড়ুন :
আপনার আধারের সঙ্গে কতগুলি মোবাইল নম্বরের রেজিস্ট্রেশন আছে ? জানুন এভাবে
- প্রথমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাতে https://food.wb.gov.in/ সাইটে যেতে হবে রেশন কার্ড হোল্ডারকে।
- দ্বিতীয় ধাপে Link Ration Card with Aadhaar Card-এ ক্লিক করতে হবে।
- এবার রেশন কার্ডের ক্যাটিগরি ও নম্বর জমা দিন।
- এখানে সবিস্তারে দেখে নিজের পরিষেবা বেছে নিন। এই পর্বে এ ও বি অপশন দেওয়া থাকবে।
- আপডেট করুন আধার ও মোবাইল নম্বর
- আপডেট অনলি মোবাইল নম্বর
- এখানে সবকিছুর পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। নিজের নথি ঠিক আছে কিনা দেখে নিয়ে 'ওটিপি' সাবমিট করুন।
- এই বিষয়ে আরও তথ্য বা কোনও অভিযোগ থাকলে ১৯৬৭ বা ১৮০০ ৩৪৫ ৫৫০৫ নম্বরে ফোন করে জানাতে পারবেন গ্রাহক।
আধারের সঙ্গে রেশন কার্ড জুড়তে তিনটি জায়গায় গেলেই হবে কার্যসিদ্ধি।নিচে দেওয়া হল সেই জায়গাগুলির নাম।
- যেকোনও রেশনের দোকান
-
যেকোনও বাংলা সহায়তা কেন্দ্র
-
যেকোনও ফুড ইনস্পেক্টরের অফিস