Cattle Smuggling Case: গরু পাচারকাণ্ডে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর বাড়ি অ্যাটাচ করল ইডি
রাসবিহারীর ১ নম্বর ধর্মদাস রোডের বাড়ি অ্যাটাচ করা হয়েছে
প্রকাশ সিন্হা, কলকাতা: গরু পাচারকাণ্ডে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর রাসবিহারীর একটি বাড়ি অ্যাটাচ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, বিনয়ের রাসবিহারীর ১ নম্বর ধর্মদাস রোডের বাড়ি অ্যাটাচ করা হয়েছে। গতকালই সেই অর্ডার বেরিয়েছে।
ইডি-র দাবি, ওই বাড়ি অনন্ত ট্রেড কম প্রাইভেট লিমিটেডের নামে ২০১৭-র মে মাসে সাড়ে ৩ কোটি টাকায় কেনা হয়। ইডি-র অভিযোগ, ২০১৬-র অক্টোবর থেকে ২০১৭ সালের মার্চের মধ্যে বিনয় ও তাঁর ভাই বিকাশ গরু ব্যবসায়ী এনামুল হকের থেকে প্রায় ৬ কোটি টাকা পেয়েছিলেন।
সেই টাকা থেকেই দুই ভাই অনন্ত ট্রেড কমের শেয়ার কিনেছিলেন। পরে অনন্ত ট্রেড কমের নামে বাড়িটি কেনা হয় বলে ইডি সূত্রে দাবি। এর আগে, গরুপাচারকাণ্ডে বিনয় মিশ্রর ভাই বিকাশকে তলব করেছিল সিবিআই।
পরে, কয়লাকাণ্ডে গ্রেফতার করা হয় বিকাশকে। মোবাইল ফোনের টাওয়ারের সূত্র ধরে দিল্লি থেকে বিকাশ মিশ্রকে গ্রেফতার করে ইডি। ইতিমধ্য়েই, গরু পাচারকাণ্ডে ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছ সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ফ্রান্সের লিয়ঁ-তে ইন্টারপোলের সদর দফতরে ওই আবেদনপত্র পাঠানো হয়েছে। আবেদনপত্রের সঙ্গে রয়েছে বিনয় সম্পর্কে বিস্তারিত তথ্য ও তাঁর বিরুদ্ধে জারি হওয়া ওপেন ওয়ারেন্ট। গত সপ্তাহেই বিনয়ের বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট জারি হয়।
তার আগে, গরু পাচারকাণ্ডে ২ আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় মুর্শিদাবাদ রেঞ্জের প্রাক্তন ডিআইজি কল্লোল গণাইকে। তিনি বর্তমানে আইবি-র আইজি পদে কর্মরত আছেন। একইসঙ্গ গরুপাচারকাণ্ডের তদন্তে সিবিআই তলব করা হয় মুর্শিদাবাদের প্রাক্তন এএসপি অংশুমান সাহাকেও। তিনি এখন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি সদর।
অতীতে একাধিকবার নোটিস দেওয়া হলেও হাজিরা দেননি বিনয় মিশ্র। পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি চালিয়েও তাঁর হদিশ পায়নি গোয়েন্দারা। এই পরিস্থিতিতে সিবিআইয়ের গোয়েন্দা মনে করছেন, সম্ভবত বিদেশে গা ঢাকা দিয়েছেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক।