CBI Notice To Anubrata Mandal : আদালতে পাল্টা আবেদন নয়, অনুব্রতকে ফের নোটিস পাঠাচ্ছে সিবিআই
অসুস্থতার কারণ দেখিয়ে, প্রথমবার CBI’র কাছে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। সিবিআই দ্বিতীয় নোটিস পাঠানোর পরে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
![CBI Notice To Anubrata Mandal : আদালতে পাল্টা আবেদন নয়, অনুব্রতকে ফের নোটিস পাঠাচ্ছে সিবিআই CBI not to oppose Calcutta High Court Order to Serve Third notice to Anubrata Mandal CBI Notice To Anubrata Mandal : আদালতে পাল্টা আবেদন নয়, অনুব্রতকে ফের নোটিস পাঠাচ্ছে সিবিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/03/592933a8898057edfc0d0d3ed6ebb7bd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্রকাশ সিনহা, কলকাতা : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দেওয়া রক্ষাকবচের বিরুদ্ধে পাল্টা আবেদন নয়, বরং ফের অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) নতুন করে নোটিস দিতে চলেছে সিবিআই (CBI)। বরং তৃণমূল (TMC) নেতাকে নতুন করে তৃতীয়বার নোটিস পাঠানোর ভাবনাই নিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জানা যাচ্ছে, তৃতীয় নোটিস (Third Notice) পাঠিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হবে। তারপর সেই জিজ্ঞাসাবাদের তথ্য তারা হাইকোর্টে দাখিল করবেন বলেই সিবিআই-র তরফে খবর।
প্রসঙ্গত, গত গত ২ মে বিধানসভা ভোটের (Assembly Elections) ফল ঘোষণার দিন, ইলামবাজারের গোপালনগর গ্রামে খুন হন বিজেপি (BJP) কর্মী গৌরব সরকার। পরিবারের অভিযোগ, বিজেপি করায় জন্য তাঁকে পিটিয়ে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা। এই ঘটনায় ইলামবাজার থানায় ২৪ জনের বিরুদ্ধে FIR করেন নিহতের বাবা। যদিও, FIR’এ অনুব্রত মণ্ডলের নাম ছিল না। তবে জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশের পরে, কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী সন্ত্রাসে খুন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলির তদন্ত করছে সিবিআই। এরই মধ্যে বিজেপি কর্মী খুনের অভিযোগে দায়ের হওয়া মামলায় অনুব্রত মণ্ডলকে তলব করে CBI। অসুস্থতার কারণ দেখিয়ে, প্রথমবার CBI’র কাছে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। সিবিআই দ্বিতীয় নোটিস পাঠানোর পরে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
বৃহস্পতিবারই ভোট পরবর্তী মামলা নিয়ে সিবিআই-র নোটিসের প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার করতে পারবে না সিবিআই। তদন্ত চালিয়ে গেলেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নেওয়া যাবে না কড়া পদক্ষেপ। জানাল হাইকোর্ট। পাশাপাশি, আদালত জানিয়েছে, তদন্তে সিবিআইকে সহযোগিতা করতে হবে অনুব্রত মণ্ডলকে। প্রয়োজনে নতুন করে নোটিস দিতে হবে CBI-কে। দুর্গাপুরে গিয়ে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে।
আরও পড়ুন- হাজার বেলপাতা, ৬-৭ কেজি ঘি সহযোগে 'দেশ ও রাজ্যের কল্যাণে' তারাপীঠে মহাযজ্ঞ অনুব্রতর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)