Jay Banerjee : বিজেপি ছাড়ার সিদ্ধান্ত জয় বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূলে যাওয়ার ইঙ্গিত
Jay Banerjee : আমি শুনেছি যে পার্টি হেরে যায়, তারা আত্মসমালোচনা করে। পরের বার জেতার জন্য তৈরি হয়। আমাদের পার্টিতে সেটা দেখিনি। এমনকী দলের কর্মীরা কী করবেন তাঁদেরও কোনও পথ দেখাতে পারছি না।
কলকাতা : বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই একের পর এক ধাক্কা এসেছে গেরুয়া শিবিরে। এবার সেই তালিকায় নতুন সংযোজন। বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। এই মর্মে নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন তিনি। এর পাশাপাশি বিজেপির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে তৃণমূলে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন। তিনি বলেন, মানুষ যে দলের সঙ্গে আছেন, সুযোগ পেলে সেই দলে যোগ দেব। আমার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়া হয়েছে।
কিন্তু, কেন তিনি বিজেপি ছাড়ছেন ? এপ্রসঙ্গে জয় বলেন, "যে দল মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যে দল মানুষের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েও কোনও রকম সংস্কারের পথে না হেঁটে অন্য পার্টির দোষ দিচ্ছে। দেড় লক্ষ ভোট কোনওদিন রিগিং হয় বলে শুনিনি। তাদের কোনও মাথা ব্যথা নেই। আমি শুনেছি যে পার্টি হেরে যায়, তারা আত্মসমালোচনা করে। পরের বার জেতার জন্য তৈরি হয়। আমাদের পার্টিতে সেটা দেখিনি। এমনকী দলের কর্মীরা কী করবেন তাঁদেরও কোনও পথ দেখাতে পারছি না। আমি মানুষ ওরিয়েন্টেড কাজ করি। সিনেমা করেছি, সেটাও মানুষ ওরিয়েন্টেড, রাজনীতি সেটাও মানুষ ওরিয়েন্টেড। এখন বাংলায় মানুষ যে পার্টির সঙ্গে আছে বা যে পার্টি মানুষের সঙ্গে আছে, সুযোগ পেলে সেই পার্টিতে যোগ দেব। তাই আমি বিজেপি ছাড়ছি। এছাড়া আমার কোনও উপায় ছিল না।"
আরও পড়ুন ; "আমি লজ্জিত, স্বীকার করছি ভুল করেছিলাম,'' তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বিজেপি-তে রক্তক্ষরণ অব্যাহত রয়েছে। সম্প্রতি তৃণমূলে প্রত্যাবর্তন হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের। আগরতলায় অভিষেকের সভামঞ্চে দাঁড়িয়ে পুরনো দলে ফেরেন তিনি। তার আগে তৃণমূলে যোগ দেন বিজেপি ছেড়ে বেরিয়ে আসা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়। এই অবস্থায় আজ জয় বন্দ্যোপাধ্যায়ের অসন্তোষ প্রকাশ।