Kalighat Temple Closed: তারাপীঠের পর কালীঘাট, কাল থেকে ভক্তদের জন্য বন্ধ মন্দিরের দরজা
সন্ধেতে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ বৈঠকে বসে, যেখানে সিদ্ধান্ত হয়েছে রবিবার থেকে ভক্তদের জন্য বন্ধ হচ্ছে কালীঘাট মন্দিরের দরজাও, তবে প্রথা মেনে সকালের ভোগ নিবেদন ও বিকেলের আরতি হবে।
![Kalighat Temple Closed: তারাপীঠের পর কালীঘাট, কাল থেকে ভক্তদের জন্য বন্ধ মন্দিরের দরজা Kalighat Temple will be closed for devotees from tomorrow amid Covid19 Kalighat Temple Closed: তারাপীঠের পর কালীঘাট, কাল থেকে ভক্তদের জন্য বন্ধ মন্দিরের দরজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/15/1e8a3bb2d776ccaa46a1e1ec7a432a62_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : তারাপীঠের পর এবার কালীঘাট। আগামীকাল থেকে ভক্তদের জন্য বন্ধ থাকছে কালীঘাট মন্দির। রাজ্যের বর্তমান কোভিড আবহে রাজ্য সরকারের গাইডলাইন মেনেই এই সিদ্ধান্ত। আজ দুপুরেই রাজ্য সরকারের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানিয়ে দেন, আগামীকাল থেকে রাজ্য আরও কড়াকড়ির পথে হাঁটছে। কার্যত লকডাউন জারি হওয়ার যে ঘোষণার পরই সন্ধেতে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ বৈঠকে বসে। যেখানে সিদ্ধান্ত হয়েছে রবিবার থেকে ভক্তদের জন্য বন্ধ হচ্ছে কালীঘাট মন্দিরের দরজাও। তবে প্রথা মেনে সকালের ভোগ নিবেদন ও বিকেলের আরতি হবে।
কতদিন পর্যন্ত কালীঘাট মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকবে তা এখনও নিশ্চিত নয়। তবে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ মে পর্যন্ত প্রাথমিকভাবে মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। যে সেবায়েতরা মন্দিরের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তাদের সংখ্যাও কমানো হচ্ছে বর্তমান পরিস্থিতির কথা ভেবে। সকালের ভোগ নিবেদন ও বিকেলের আরতির জন্য হাতে গোণা সেবায়েতদের কাজে যুক্ত করা হবে বর্তমান পরিস্থিতির বিচারে।
রাজ্য সরকারের কড়াকড়ি বাড়ানোর ঘোষণার কিছুটা পরই পরই তারাপীঠ মন্দিরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল আগামীকাল থেকে মন্দির সম্পূর্ণ বন্দ থাকবে। ৩০ মে পর্যন্ত মন্দির বন্ধ রাখারই আপাতত সিদ্ধান্ত নিয়েছে তারাপীঠ মন্দির কমিটি। যদিও নিত্য পুজো যে জারি থাকবে- সেটাও জানানো হয়েছিল।
শনিবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানান আগামী ৩০ মে পর্যন্ত বিভিন্ন কড়াকড়ির কথা। তিনি জানান আগামী এক পক্ষকাল রাজ্যে সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সব দফতর বন্ধ থাকবে। শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ থাকবে। বাজার দোকান খোলা রাখার ক্ষেত্রে তিনি জানিয়েছেন, মুদি দোকান, বাজার-হাট, দুধ, রুটি, মাছ-মাংস, সব্জির দোকান সকাল ৭-১০ টা অবধি খোলা থাকবে। মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। এবার পরিবহনের ক্ষেত্রেও বিধি আরোপ করা হয়েছে। তিনি বলেন, লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা, ফেরি চলাচল বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে ট্যাক্সি, অটো চলাচল। সব ধরণের জমায়েত বন্ধ থাকবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)