Kolkata News: মাত্র ৫ মিনিটেই মিলবে ইনফেকশনের খোঁজ, বঙ্গে এল বিশেষ যন্ত্র মাল্ডি-টফ
রাজ্য সরকারের কাছে আর্জি জানানো হবে, তারা চাইলে যন্ত্রটিকে ব্যবহার করে দ্রুত বিভিন্ন ব্যাক্টেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন নির্ণয়ের কাজেও ব্যবহার করতে পারে।
কলকাতা : মাত্র ৫ মিনিট। অল্প কয়েক মিনিটের ব্যবধানেই যন্ত্র জানান দেবে, রোগী কোনওরকম ব্যাক্টেরিয়া বা ছত্রাকজনিত ইনফেকশনে আক্রান্ত কি না। ইউরোপ থেকে ব্যাক্টেরিয়াল ও ফাঙ্গাল ইনফেকশন নির্ণায়ক বিশেষ যন্ত্র 'মালডি-টফ' আনা হয়েছে রাজারহাটের চিত্তরঞ্জন ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটে। পশ্চিমবঙ্গে এহেন যন্ত্রের আমদানি এই প্রথম। যন্ত্রটির দাম প্রায় দেড় কোটি টাকা। এই যন্ত্রের সাহায্যে একদিকে যেমন ক্যানসার রোগীদের প্রাথমিক চিকিৎসায় গতি আসবে, তেমনই রাজ্য সরকারের কাছে আর্জি জানানো হবে, তারা চাইলে যন্ত্রটিকে ব্যবহার করে দ্রুত বিভিন্ন ব্যাক্টেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন নির্ণয়ের কাজেও ব্যবহার করতে পারে। করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে ব্ল্যাক-হোয়াইস ফাঙ্গাসের মতো একাধিক ইনফেকশনে ভুগেছিল রাজ্যের অনেকেই। আপাতত রাজ্যে কোভিডের প্রকোপ কম থাকলেও আশঙ্কার প্রহর গোণা চলছে তৃতীয় ঢেউ ঘিরে। স্বাস্থ্যক্ষেত্রে চলছে বিভিন্ন প্রয়োজনীয় প্রস্তুতিও। তার মাঝে 'মালডি-টফ' অন্তত ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল ইনফেকশন নির্ণয়ের ক্ষেত্রে স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।
চিত্তরঞ্জন ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর জয়ন্ত চক্রবর্তী বলেছেন, 'মালডি-টফ যন্ত্রের মাধ্যমে মাত্র ৫ মিনিটে ধরা পড়বে কোনও ব্যাক্টেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন। এতে ক্যানসার রোগীর সংক্রমণের চিকিৎসায় ক্ষেত্রে গতি আসবে।' প্রসঙ্গত, ক্যানসার আক্রান্ত কোনও রোগী যখন হাসপাতালে ভর্তি হন, তাদের অনেকেরই অনাক্রম্যতা বা ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ায় বিভিন্ন রকমের ব্যাক্টেরিয়াল বা ফাঙ্গাস ইনফেকশনের শিকার হন। কিন্তু তারা আসলে ঠিক কোন ইনফেকশনে আক্রান্ত তা কালচার রিপোর্ট হাতে পাওয়ার আগে বোঝার উপায় থাকে না। যা পেতে লাগে ৭২ ঘণ্টা। আবার বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ইনফেকশন বুঝতে বিভিন্ন রকমের কালচার পরীক্ষা করতে হয়। এই সময়পর্বে চিকিৎসকদের ধারণা-নির্ভর অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে হয় রোগীদের। সেই ক্ষেত্রে মালডি-টফ যন্ত্রের সাহায্য়ে শুরুতেই খুব অল্প সময়ে ঠিক কী ইনফেকশনে রোগী আক্রান্ত তা বুঝে চিকিৎসা দ্রুত চালু করার ক্ষেত্রে সুবিধা হবে।
পাশাপাশি আসন্ন কোভিডের তৃতীয় ঢেউয়ের সঙ্গে আরও ভালোভাবে লড়তে রাজ্য সরকারকে এই যন্ত্র ব্যবহারের জন্য চিঠি দেওয়া হবে। মেডিক্যাল সুপার শঙ্কর সেনগুপ্ত বলেছেন, 'রাজ্য সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।। রাজ্যের তরফে এই যন্ত্রের মাধ্যমে যে কোনও ইনফেকশন চিহ্নিতকরণের কাজ করতে চাওয়া হলে এই পরিকাঠামো তারা ব্যবহার করতে পারবেন বলেই জানানো হবে।'
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )