ATM fraud:এটিএমে সাহায্যের অছিলায় প্রতারণা, গায়েব ৯০ হাজার টাকা, বদলে গেল ডেবিট কার্ডও!
গল্পগ্রিনে এটিএম প্রতারণার শিকার ৭৪ বছরের বৃদ্ধা। অ্যাকাউন্ট থেকে গায়েব ৯০ হাজার টাকা
সঞ্চয়ন মিত্র, কলকাতা: সাহায্যের অছিলাতেই লুকিয়ে প্রতারণার ফাঁদ! গল্পগ্রিনে এটিএম প্রতারণার শিকার ৭৪ বছরের বৃদ্ধা। অ্যাকাউন্ট থেকে গায়েব ৯০ হাজার টাকা। বদলে দেওয়া হয়েছে ডেবিট কার্ডও। পুলিশে অভিযোগ দায়ের হলেও, এখনও অধরা অভিযুক্ত।
স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কাউকে নিন্দা কোরো না। যদি তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো তো দাও।কিন্তু বর্তমান সময়ে বাড়িয়ে দেওয়া সাহায্যের হাতের পিছনেই, কখনও কখনও লুকিয়ে থাকে প্রতারণার ছক। এখন হাড়ে হাড়ে সেটাই টের পাচ্ছেন, গল্ফগ্রিনের বাসিন্দা ৭৪ বছরের সঙ্ঘমিত্রা ঘোষ। প্রতারিত হয়ে বলছেন, নিজেকে খুব অসহায় লাগছে। সম্প্রতি এটিএম-এ টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার হন তিনি।
ঠিক কী ঘটেছিল?
গত শনিবার দুপুরে গল্ফগ্রিনের একটি এটিএমে টাকা তুলতে যান বৃদ্ধা। তাঁর দাবি, গেটের মুখে এক যুবক দাঁড়িয়েছিলেন। বৃদ্ধার দাবি, এটিএম-এর ভিতর থেকে একজন টাকা তুলে বেরোতেই বয়স্ক মানুষকে সাহায্য করার অছিলায় তাঁকে লাইন ছেড়ে দেয় ওই যুবক। কিন্তু টাকা তুলে বৃদ্ধা বেরনোর সময় চেঁচিয়ে ওঠে সেই যুবক।
অভিযোগকারিণী সঙ্ঘমিত্রা ঘোষ জানিয়েছেন, ছেলেটি চেঁচিয়ে ওঠে, আপনার দুবার ডেবিট হয়ে গেছে, আপনার দু’বার ডেবিট হয়ে গেছে।
এতে হতচকিত হয়ে যান বৃদ্ধা। দ্রুত ভিতরে গিয়ে ক্যানসেল বাটন প্রেস করেন। তাঁর দাবি, যুবকটি তখন তাঁকে বলেন, মিনি স্টেটমেন্ট বের করে দেখে নিতে। সেইমতো এটিএমে-এ ফের নিজের কার্ডটি ইনসার্ট করেন তিনি। তাঁর দাবি, স্টেটমেন্ট খুঁটিয়ে দেখে বুঝতে পারেন, একবারই টাকা ডেবিট হয়েছে। এরপর ডেবিট কার্ডটি বের করে নেন তিনি।
তখনও পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। বিপত্তি বাধে এরপর। বৃদ্ধার দাবি, বাড়ি ফিরে ছেলের কাছ থেকে জানতে পারেন, কয়েক দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে ৯০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। অবাক হওয়ার আরও বাকি ছিল। বৃদ্ধার দাবি, বাড়ি ফিরে দেখেন তাঁর ডেবিট কার্ডটি বদলে গিয়েছে।একই ব্যাঙ্কের হলেও, সেই কার্ডটি তাঁর নয়।
ইতিমধ্যেই গল্ফগ্রিন থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর অনুমান, মিনি স্টেটমেন্ট বের করার সময় তাঁর পিন দেখে নেন অভিযুক্ত। আর তিনি যখন সেই স্টেটমেন্টটি ভালো করে দেখছেন, সেই সুযোগে তাঁর কার্ডটি বদলে, হুবহু একই ধরনের অন্য একটি কার্ড এটিএম-এ ইনসার্ট করে দেন ওই যুবক।অভিযোগ পেয়ে ওই যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ। তবে গল্ফগ্রিনের এই এটিএম-এ কোনও রক্ষী ছিল না বলেই দাবি অভিযোগকারিণীর।