Kolkata Weather : আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম !
Kolkata Weather Updates : আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী কাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
কলকাতা : কালীপুজো, ভাঁইফোঁটা শেষে শারদোৎসবের আমেজ কাটিয়ে উঠছে বাংলা (West Bengal)। হেমন্তের হিমেল হাওয়া টের পাওয়া যাচ্ছে। সকালবেলা ঘাসের উপর শিশির-বিন্দু, ছাতিমের গন্ধে হেমন্তের আবেশ আর রাতে শিরশিরে হাওয়া, জানান দিচ্ছে শীত (Winter)এল বলে।
সকালের রঙ, কুয়াশা ঢাকা৷ ধূসর। আবছা৷ অস্পষ্ট ভিক্টোরিয়ার পরী৷ গুটি গুটি পায়ে সে দোরগোড়ায় এসে হাজির। সপ্তাহ শুরুতেই রাজ্যে জাঁকিয়ে শীত। রাজ্যজুড়ে শীতের আমেজ (Winter Updates)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। যদিও ঠিক কবে থেকে কনকনে ঠাণ্ডায় কাঁপবে বাংলা, তা এখনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।
আরও পড়ুন : Winter Weather Update: জাঁকিয়ে শীত পড়ার কাউন্টডাউন শুরু কলকাতায়
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী কাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কালীপুজোর আগে থেকেই কলকাতাতে স্বাভাবিকের নীচে নামতে শুরু করেছে রাতের তাপমাত্রা। গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে পারদপতন। সোমবার কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি নিচে। কলকাতার পাশাপাশি জেলাতেও নেমেছে তাপমাত্রার পারদ। গত শনিবার ভাইফোঁটার দিন কলকাতার তাপমাত্রা নামে কুড়ি ডিগ্রির নীচে। জাঁকিয়ে শীত পড়ার কাউন্টডাউন শুরু হয়ে যায়। এরপর রাতের দিকের তাপমাত্রা নামতে শুরু করে ।
পাশাপাশি, উত্তরবঙ্গে পরিষ্কার ঝকঝকে আকাশ সকাল থেকেই। মেঘমুক্ত পরিবেশে সকাল সকালই শিলিগুড়ি থেকেই দেখা গেল কাঞ্চনজঙ্ঘা। মন জুড়ালো পর্যটকদের। খুব শিগগিরি নামতে পারে উত্তরবঙ্গের তাপমাত্রা। ফলে আগামী শীতে বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে এখন যেসব পর্যটকরা উত্তরবঙ্গেই আছে, তাঁদের জন্য এক নয়নাভিরাম রূপে ধরা দিল আজ কাঞ্চনজঙ্ঘা।