Madan Mitra vs Rudranil Ghosh: রাজনীতিতে কবিগানের লড়াই! মদন-রুদ্রনীল দ্বৈরথ
Madan Mitra vs Rudranil Ghosh Battle of Poetry: রামপুরহাট থেকে হাঁসখালিকাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি এখন সরগরম। তাতে আক্রমণের অস্ত্র হয়ে উঠছে কবিতা।
সৌভিক মজুমদার ও দীপক ঘোষ, কলকাতা:
তিনি মানে সব ঠিক, তিনি মানে ভালো / তিনি যদি বলে দেন সাদা হয় কালো
রুদ্রনীল ঘোষ
গিরগিটিটা ডাকছে আবার / রাত্রিবেলা ঘরে / থেকে থেকেই লেজটা তাহার / কুটুর কুটুর করে
মদন মিত্র
শুরুতে ছোট অংশ দিও/(কোন অংশ যাবে অভিষেকদা বলে দেবে/ কোন অংশ যাবে অভিষেকদা বলে দেবে/কোন অংশ যাবে অভিষেকদা বলে দেবে
অসীম সরকার
রাজনীতিতে কবির লড়াই
বাংলা থেকে কবিগানের লড়াই আজ প্রায় হারিয়েই গিয়েছে। কিন্তু, বঙ্গ রাজনীতিতে এখন অন্যতম চর্চার বিষয় কবিতা আর গানের লড়াই। তাতে মুখোমুখি প্রতিযোগিতায় বিজেপি-র রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), অসীম সরকার (Asim Sarkar) এবং তৃণমূলের মদন মিত্র (Madan Mitra)।
রামপুরহাট থেকে হাঁসখালিকাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি এখন সরগরম। সেই নিয়ে খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যে নাম না করে ছড়া কেটেছিলেন বিজেপি নেতা রুদ্রনীল। এক দিন যেতে না যেতেই, তাঁকে জবাব দিতে পাল্টা গান বাঁধলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র, যাঁর গাওয়া ওহ লাভলি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল আগেই।
তৃণমূল ছেড়ে বিজেপি-তে গিয়ে ওঠা রুদ্রনীলের উদ্দেশে মদনের কটাক্ষ—
একটা সময় তেল দিয়েছো
গ্যাস দিয়েছো তুমি
লক্ষ টাকার চাকরি পেয়ে
চরণ দিতে চুমি।
দু নৌকোয় পা রেখেছো
দুটোই যাবে ডুবে
সূর্য তখন পশ্চিমে নয়
অস্ত যাবে পূবে।
রং বদল করা রুদ্রনীলকে গিরগিটি বলেও কটাক্ষ করেন মদন। সুর কেটে কেটে তাই ছড়া কাটতে শোনা যায় তাঁকে।
রুদ্রর উদ্দেশে মদনের কটাক্ষ—
ফেসবুকেতে ফেস দেখিয়ে
কামাচ্ছ তো বেশ
ফেস বুকেতে ফেস দেখিয়ে
কামাচ্ছ তো বেশ
যা তা বলেও পার পেয়ে যাও
জানো কেউ দেবে না কেস।
গিরগিটিকেও হার মানাবে
রংবদলের মাস্টার।
আগে থেকেই করিয়ে রাখো
হাতে পায়ে প্লাস্টার
আগে থেকেই করিয়ে রাখো
হাতে পায়ে প্লাস্টার।
অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে ভোলা ময়রা আর ফিরিঙ্গি সাহেবের সেই লড়াই বাঙালি আজও ভোলেনি। অনেকে বলছেন, তারই ছোঁয়া যেন দেখা যাচ্ছে বঙ্গ রাজনীতিতে।
আরও পড়ুন: Siliguri: এলাকাবাসীর সমস্যার কথা শুনতে এবার ঘরে ঘরে পৌঁছে যাবেন পুর-প্রতিনিধিরা। Bangla News