Madan Mitra Health Update: মদন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল, ক্রিটিক্যাল কেয়ার থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর
অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন করোনা আক্রান্ত মদন মিত্র ৷
কলকাতা: মদন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে তাঁকে আপাতত জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে ৷ আপাতত অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন করোনা আক্রান্ত মদন মিত্র ৷
পঞ্চম দফায় কামারহাটিতে ভোটগ্রহণ হয়েছিল। ভোটের সময় কামারহাটির বিভিন্ন বুথে ঘুরেছিলেন ওই আসনের তৃণমূল প্রার্থী মদন মিত্র। ভোটের শেষ লগ্নে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে প্রথমে কামারহাটিতে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে আসা হয়। অক্সিজেন দিতে হয়েছিল তাঁকে। চিকিৎসকও আসেন। তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। এরপর শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়। হাসপাতালে কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে তাঁর। শুক্রবার একটি বিবৃতি দিয়ে মদন মিত্র তাঁর দলীয় সমর্থক, অনুগামী ও যাঁরা তাঁর সুস্থতা কামনা করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানান তিনি। সেইসঙ্গে গত ৭ দিন তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছিলেন, তাঁদের কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
মদন মিত্রের অসুস্থতার খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। একটি পোস্ট করে তিনি লেখেন, 'মদনদা সেরে উঠুন। খেলতে হবে আরও অনেকদিন। রাজনৈতিক মতপার্থক্য থাকবেই। তবুও চাইব সেরে উঠুন।' এর আগে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার মদন মিত্রকে কটাক্ষ করেছেন শ্রীলেখা। কিন্তু অসুস্থতার খবর পাওয়ার পর সৌজন্যের পথই বেছে নিলেন বাম সমর্থক এই অভিনেত্রী।
আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু চিকিৎসকদের ভাবাচ্ছে শ্বাসকষ্টের মতো উপসর্গ। এখনই বিপন্মুক্ত নন মদন মিত্র, জানা যাচ্ছে এমনটাই।
এদিকে শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত একদিনে এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৭৬ জন। এর মধ্যে শুধুমাত্র কলকাতাতেই ২ হাজার ৮৩০ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। কলকাতার পরেই এক দিনে সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় ২, ৫৮৫ জন আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এ ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা ৭৯০, হাওড়া ৭৪৬, পশ্চিম বর্ধমান ৬৪৩, হুগলি ৫৯৪ এবং পূর্ব মেদিনীপুরে ৪১৯ দৈনিক সংক্রমণের পরিসংখ্যান ফের উদ্বেগ বাড়াচ্ছে।