North 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল বীজপুর থানার পুলিশ
North 24 Pargana News: আগ্নেয়াস্ত্র (Firearm) সহ সেই যুবককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। যুবকের বয়স ২৩ বছর। অভিযুক্তের থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটু কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল বীজপুর (Bijpur) থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র (Firearm) সহ সেই যুবককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। যুবকের বয়স ২৩ বছর। অভিযুক্তের থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটু কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
কীভাবে ধরা পড়ল দুষ্কৃতী
সূত্রের খবর, আজ রাতে গোপন সূত্রে খবর পেয়ে বীজপুর থানার পুলিশ অভিযান চালিয়েছিল। সেই সময়ই আগ্নেয়াস্ত্রসহ অভীক মণ্ডলকে গ্রেফতার করে তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, অভিযুক্ত সেই যুবক কল্যাণী থানার অন্তর্গত সাঁতরা পাড়ার বাসিন্দা। আজ অভিযুক্তকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।
রাজারহাট থেকেও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছিলেন এক ব্যক্তি
পুলিশ (Police) পরিচয় দিয়ে তোলাবাজির (Extortion) অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করেছিল রাজারহাট থানার পুলিশ (Rajarhat Police Station)। সেই সঙ্গে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র (firearms) এবং এক রাউন্ড গুলি। ধৃতকে আজ বারাসত (Barasat) আদালতে তোলা হয়।
বিধাননগর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
অন্যদিকে সল্টলেকের ছয়নাভি এলাকায় একটি ঘটনা ঘটে। সেখান থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ২ রাউন্ড গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর ওই এলাকারই বাসিন্দা এই ধৃত তিন ব্যক্তি। খবর মিলেছে এর আগেও বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল এই তিনজন।
উত্তর দিনাজপুরে বোমা উদ্ধার
বুধবার উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার দধিকোট এলাকা থেকে পাঁচটি বোমা উদ্ধার হয়। বোমা উদ্ধারের পর দ্রুত খবর দেওয়া হয় হেমতাবাদ থানায়। ঘটনাস্থলে পুলিশ আসলে তৈরি হয় চাঞ্চল্য। দুর্ঘটনা এড়াতে উদ্ধার হওয়া বোমাগুলি পুলিশ ঘিরে রাখে। তাজা বোমাগুলি নিষ্কৃয় করতে করতে মালদার বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। কিন্তু বম্ব স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে দীর্ঘক্ষণ না আসায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কে তৈরি হয় বলে জানা গিয়েছে।