রাতের শহরে বেপরোয়া গতি, উল্টে গিয়ে গুরুতর আহত ৩ বাইক আরোহী
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লেকটাউন থানার পুলিশ।
কলকাতা: ফের রাতের শহরে বেপরোয়া বাইক। ফ্লাইওভারের পাঁচিলে ধাক্কা মেরে উল্টে গিয়ে আহত তিন বাইক আরোহী। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ উল্টোডাঙা ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে। বেঙ্গল কেমিক্যালের দিক থেকে লেকটাউনে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পাঁচিলে ধাক্কা মেরে উল্টে যায় বাইক। হেলমেট না থাকায় তিন বাইক আরোহী জখম হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লেকটাউন থানার পুলিশ।
সাম্প্রতিক অতীতে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে শহর কলকাতায়। দিন তিনেক আগেই বেলেঘাটা জোড়া মন্দিরের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় এক ভ্যান চালকের। ১১ জুলাই রাত ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। শিয়ালদা থেকে ইএম বাইপাসের দিকে যাওয়ার সময় বেপরোয়া গাড়িটি ভ্যানতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যান চালকের।
তার আগে শনিবার অর্থাৎ ১০ জুলাই সন্ধেতে জিঞ্জিরা বাজারে স্কুটারে বেপরোয়া লরির ধাক্কায় ১ স্কুটার আরোহী যুবকের মৃত্যু হয়। আশঙ্কাজনক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অন্য এক আরোহীকে। জানা যায়, একটি স্কুটারে চেপে দুই যুবক গার্ডেনরিচ থেকে তারাতলার দিকে যাচ্ছিলেন। সেই সময় তারাতলা দিক থেকে আসা একটি ১০ চাকার গাড়ি দুই যুবককে ধাক্কা মারে। এক যুবকের মাথার উপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় যুবকের। আর এক যুবকের পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে যায় তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ক্ষেত্রেও ঘাতক গাড়িটি পলাতক। সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চালায় পুলিশ।
এর আগে, গত ৬ তারিখ, কালীঘাটে বাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু হয়। এসপি মুখার্জি রোডে ওই দুর্ঘটনা ঘটে। বাইকচালককে গ্রেফতার করে পুলিশ। তার আগে, গত ১ তারিখ, রেড রোডে ফোর্ট উইলিয়ামের সামনে মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। আহত হন বাসের ১৯ জন যাত্রী। পরে পুলিশ ঘাতক বাসের চালককে গ্রেফতার করে।