বৈঠকের পরেও আরজি করের জট অব্যাহত, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে চূড়ান্ত দুর্ভোগে রোগীরা
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সক পড়ুয়াদের একাংশের রিলে অনশন ৩৩৫ ঘণ্টা পার।
কলকাতা: আরজি করে কাটল না অচলাবস্থা। মোহিত মঞ্চে ত্রিপাক্ষিক বৈঠকের পরেও কাটল না জটিলতা। সাফ জানানো হয়েছে আন্দোলন চলবে। পাশাপাশি বৈঠকের প্রস্তাব নিয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা।
মিটিং-এর পরেও আর জি করে অচলাবস্থা এখনও কাটল না। জট কাটাতে মোহিত মঞ্চে বৈঠক হয়। বৈঠকে ছিলেন ৪ বিধায়ক ও ১ সাংসদ। পাশাপাশি বৈঠকে হাজির ছিলেন আন্দোলনরত পড়ুয়াদের প্রতিনিধিরাও। বৈঠকে উপস্থিত আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষের ৩ সদস্যও।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সক পড়ুয়াদের একাংশের রিলে অনশনের ৩৩৫ ঘণ্টা পার হয়ে গিয়েছে। পড়ুয়াদের দাবি, হাসপাতালের অধ্যক্ষ পদত্যাগ না করলে অনশন প্রত্যাহার করা হবে না।
সূত্রের খবর, ইতিমধ্যে অনশনরত ৪ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন। অচলাবস্থা কাটাতে ডিএমই-র মধ্যস্থতায় সমাধানসূত্র দেওয়া হয়েছিল। কিন্তু পড়ুয়াদের একাংশের মূল দাবি, অধ্যক্ষের পদত্যাগ। সেই দাবি না মেটা পর্যন্ত অনশন চলবে বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা।
ন্দোলন করেন বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা। বেলগাছিয়া ব্রিজের উপর বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তারদের একাংশ। প্রিন্সিপালের ইস্তফার দাবিতে অনড় পড়ুয়া চিকিৎসকরা।
পুজো কেটে গেলেও কাটল না জট। আরজি কর মেডিক্যাল কলেজে এখনও চলছে পড়ুয়াদের অনশন, বিক্ষোভ। দাবি দাওয়া না মেটালে, আন্দোলন থেকে পিছপা হবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীদের একাংশ। আরজি কর মেডিক্যাল কলেজে অচলাবস্থা অব্যাহত।
উল্লেখ্য, আর জি করে জুনিয়র ডাক্তারদের একাংশের লাগাতার ‘কর্মবিরতি’। এই ঘটনার জেরে ব্যাহত আরজি করের চিকিৎসা পরিষেবা। জরুরি বিভাগ থেকে রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ। অন্য হাসপাতালে রেফারের অভিযোগ রোগীদের।
আরও পড়ুন: South 24 Pargana: সেলফি তুলতে গিয়ে ঝিলের জলে তলিয়ে মৃত্যু যুবকের
আরও পড়ুন: Diarrhea : বাঁকুড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে কয়েকজন ডায়েরিয়া আতঙ্ক