সল্টলেক সেক্টর ফাইভে বেপরোয়া বাইকের ধাক্কায় পা ভাঙল হাসপাতাল কর্মীর
গতকাল রাত ১১টা নাগাদ সেক্টর ফাইভে ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশনের মেন গেটের দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
কলকাতা: রাতে সল্টলেক সেক্টর ফাইভে বেপরোয়া বাইকের ধাক্কায় পা ভাঙল বেসরকারি হাসপাতালের কর্মীর। আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মহিলা উদ্ধারকারীকে লক্ষ্য করে কটূক্তির অভিযোগ উঠল বাইক চালকের বিরুদ্ধে। গতকাল রাত ১১টা নাগাদ সেক্টর ফাইভে ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশনের মেন গেটের দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
অভিযোগ, বেসরকারি হাসপাতালের কর্মী শুভঙ্কর ত্রিপাঠির বাইকে ধাক্কা মারে বেপরোয়া বাইকের চালক। গুরুতর জখম অবস্থায় তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধারে এগিয়ে আসেন এক মহিলা। অভিযোগ, আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, তাঁকে লক্ষ্য করে কটূক্তি করে অভিযুক্ত বাইক চালক। পরে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের হয়। ২টি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্ত বাইক চালকের সন্ধান চলছে।
পিটিএসের কাছে এজেসি বোস রোডে দুর্ঘটনা। ডিভাইডার ও পরপর বেশ কয়েকটি গাছে ধাক্কা মেরে উল্টে যায় বেপরোয়া গাড়ি। গতকাল রাত ১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় হুগলি সেতুর দিক থেকে এজেসি বোস রোড ধরে যাওয়ার সময়, প্রথমে ডিভাইডার ও পরপর কয়েকটি গাছে ধাক্কা মারে গাড়ি।
গতি এত বেশি ছিল যে এরপর প্রায় উড়ে গিয়ে মাটি থেকে বেশ কিছুটা উঠে একটি গাছে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। গাড়ি চালক-সহ ৩ জনকে উদ্ধার করে হেস্টিংস থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের দাবি, আরোহীরা সকলেই মত্ত অবস্থায় ছিল। সেই কারণেই দুর্ঘটনা কি না খতিয়ে দেখা হচ্ছে।
গত ২৬ অগাস্ট নাইট পেট্রোলিংয়ের সময় পুলিশের গাড়িকে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর। গুরুতর আহত চার পুলিশ কর্মী-সহ ৫ জন। গতকাল রাত ২টো নাগাদ শালবনির ভাদুতলায় ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, পুলিশের টহলদার গাড়িতে ধাক্কা মারে ১০ চাকার লরি। চার পুলিশ কর্মী ও পুলিশের গাড়ির চালককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লরি আটক হলেও, চালক পলাতক।
এর আগে নয়ানজুলিতে একই ঘটনা ঘটেছে। এদিন রাতে টহল দেওয়ার সময় প্রবল গতিতে ধেয়ে আসা লরির ধাক্কায় বড়সড় দুর্ঘটনার কবলে পুলিশের ভ্যান। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়। অতর্কিতে ধাক্কা সামলাতে না পেরে নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি। আহত চার পুলিশ কর্মী।
জানা গিয়েছে, রাত পৌনে ১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে হাওড়ার উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে জগন্নাথপুর শ্মশানতলায়। পুলিশ সূত্রে খবর, রাজাপুর থানায় টহলদারি ভ্যানটি কলকাতামুখী লেনে দাঁড়িয়ে ছিল। সেই সময়ই প্রচণ্ড গতিতে আসা একটি লরি ভ্যানের পিছনে ধাক্কা মারে। আহত চার পুলিশ কর্মীকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। যদিও এই ঘটনার পরই লরি নিয়ে চালক পলাতক।