WBJEE Counselling 2021: প্রকাশিত হল WBJEE -এর দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং-এর ফলাফল
আজ ফলাফল জানার পর কিছুদিনের মধ্যেই প্রার্থীরা ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু করতে পারবেন।
কলকাতা: আজ প্রকাশিত হল West Bengal Joint Entrance Examination-এর কাউন্সেলিং-এর ফলাফল। দ্বিতীয় পর্যায়ের আসন বন্টনের ফলাফল অফিসয়াল ওয়েবসাইটে জানা যাচ্ছে। প্রসঙ্গ এটি JEE Main এবং আর্কিটেকচার-এর আসনের ফলাফল প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ ফলাফল জানতে পারবে।
গত ২৮ সেপ্টেম্বর শুরু হয়েছিল কাউন্সেলিং। আজ ফলাফল জানার পর কিছুদিনের মধ্যেই প্রার্থীরা ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু করতে পারবেন অর্থাৎ আবেদন ফি, ডকুমেন্ট ভেরিফিকেশনসহ বাকি প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকেই।
উল্লেখ্য, আগামী ২২ থেকে ২৬ অক্টোবরের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে প্রার্থীদের। যে সমস্ত প্রার্থীরা পরবর্তী পর্যায়ে আর অংশ নিতে চান না তাঁরা এই সময় পর্বের মধ্যেই বিষয়টি নথিভূক্ত করুন।
কীভাবে দেখবে ফলাফল
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি হল wbjeeb.nic.in
- হোম পেজে 'Round 2 Seat allotment result for JEE Main and Architecture Seats.' লেখা অংশে ক্লিক করুন
- এরপর রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর দিন
- WBJEE Counselling 2021-এর ফলাফল হোম স্ক্রিনে দেখা যাবে।
- কপিটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিন। পরে প্রয়োজনে কাজে লাগবে।
আরও পড়ুন: Kolkata: অপহরণে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ, পরে হাসপাতালে মৃত্যু পুলিশ অফিসারের
আরও পড়ুন: Durga Puja 2020 Astami Weather: আজ থেকেই বৃষ্টি? ঠাকুর দেখার প্ল্যান করার আগেই জেনে নিন