West Bengal Bandh Today: রাস্তায় চলল ক্রিকেট-ক্যারাম খেলা, বনধে স্বাভাবিক সরকারি দফতর, প্রভাব পড়নি তথ্য-প্রযুক্তি শিল্পে
রাস্তা আটকে বিক্ষোভের পাশাপাশি চলছে ক্রিকেট ৷ ক্যারাম বোর্ডে দুরন্ত স্ট্রাইকারের কেরামতি...। মাঝে মাঝে গলা মিলে গেল গানে ... উঠল ‘খেলা হবে’ স্লোগানও।
সুমন ঘড়াই, কলকাতা: গান-স্লোগানের পাশাপাশি ক্রিকেট-ক্যারাম। শুক্রবারের ধর্মঘটে যাদবপুরের রাস্তায় ধরা পড়ল এমনই ছবি। ধর্মঘটের দিন স্বাভাবিক সমস্ত সরকারি দফতর। প্রভাব পড়ল না তথ্য-প্রযুক্তি শিল্পেও।
রাস্তা আটকে বিক্ষোভের পাশাপাশি চলছে ক্রিকেট ৷ ক্যারাম বোর্ডে দুরন্ত স্ট্রাইকারের কেরামতি...। মাঝে মাঝে গলা মিলে গেল গানে ... উঠল ‘খেলা হবে’ স্লোগানও।
এই ছবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে রাজা এসসি মল্লিক রোডের। রাজ্যজুড়ে বামেদের ১২ ঘণ্টার ধর্মঘটের সমর্থনে শুক্রবার এখানে রাস্তা অবরোধ করে এসএফআই।
পরে বিক্ষোভকারীরা মিছিল করে যাদবপুর থানায় যান। সেখানে খেলা হবে স্লোগান দিয়ে পুলিশ কর্মীদের প্রতীকী প্লাস্টিকের ব্যাট-বল দেওয়ার চেষ্টা করেন তাঁরা। পুলিশ অবশ্য তা নেয়নি।
থানার সামনেও কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করেন SFI সমর্থকরা। এদিন সকালে যাদবপুর 8বি বাসস্ট্যান্ড থেকে সুজন চক্রবর্তীর নেতৃত্বে ধর্মঘটীরা মিছিল করেন।
যাদবপুর স্টেশন ও সুলেখা মোড়ে অবরোধ করেন বনধ সমর্থকরা। তবে বামেদের ধর্মঘটের প্রভাব পড়েনি রাজ্য সরকারের দফতরগুলিতে। এদিন নবান্নে কর্মচারিদের হাজির ছিল ৯৩ শতাংশের বেশি। প্রভাব পড়নি তথ্য-প্রযুক্তি তালুক সল্টলেক সেক্টর ফাইভেও। বৃহস্পতিবার নবান্ন অভিযানের সময় বাম ছাত্র-যুব সংগঠনের উপর ডোরিনা ক্রসিংয়ে লাঠিচার্জ করে পুলিশ। এদিন অবশ্য ওই রাস্তায় কোনও মিছিল করেনি বামেরা। তবে সকাল থেকেই সেখানে মোতায়েন ছিল প্রচুর পুলিশ।