WB Corona Cases: কমছে না রাজ্যে করোনায় দৈনিক মৃতের সংখ্যা, শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৬ জনের
WB Corona Cases: অন্যদিকে পাঁচদিন পর দেশে করোনায় দৈনিক সংক্রমণ নামল ৩ লক্ষের নীচে। দেশের একাধিক রাজ্যেও কমেছে সংক্রমণ হার। দিল্লিতে যেমন অনেকটাই কমেছে সংক্রমণ।
কলকাতা: কিছুতেই কমছে না চিন্তা। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় (State Corona) আক্রান্ত ও মৃতের সংখ্যা রইল প্রায় একই জায়গায়। শেষ ২৪ ঘণ্টায় বঙ্গে নতুন করে আক্রান্ত ৪ হাজার ৪৯৪ জন। গতকালের থেকে সেই সংখ্যা খানিকটা কম। গতকাল ছিল ৪ হাজার ৫৪৬ ছিল। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু (Corona Death) হয়েছে ৩৬ জনের। গতকাল এই সংখ্যাটি ছিল ৩৭। এই নিয়ে টানা ১১ দিন ৩০-এর ওপরেই রইল করোনায় দৈনিক মৃতের সংখ্যা।
স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ১৮ হাজার ৮২৫ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৯ লক্ষ ৬৯ হাজার ৭৯১। মোট মৃতের সংখ্যা ২০ হাজার ৩৭৫ জন। এখন রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৪ হাজার ৫৩৫ জন যা আগের দিনের তুলনায় ১৫ হাজার ৬৪৮ কম। গতকালের থেকে আজ করোনা পরীক্ষার পরিমাণ বেড়েছে। ছুটির দিনে পরীক্ষা কম হলেও অন্যান্য দিনগুলিতে ঠিকঠাকই পরীক্ষা হচ্ছে বলে দাবি স্বাস্থ্য দফতরের। তবে মৃতের সংখ্যা না কমায় বাড়ছে উদ্যোগ।
অন্যদিকে পাঁচদিন পর দেশে করোনায় দৈনিক সংক্রমণ নামল ৩ লক্ষের নীচে। দেশের একাধিক রাজ্যেও কমেছে সংক্রমণ হার। দিল্লিতে যেমন অনেকটাই কমেছে সংক্রমণ। এই প্রেক্ষাপটে দিল্লির কোভিড মোকাবিলা সংস্থা ডিএমএ বৃহস্পতিবার মহামারী বিধিনিষেধ পর্যালোচনা করতে বৈঠক করবে বলে জানা গেছে। দিল্লিতে রবিবার ৯১৯৭টি কোভিড কেস রিপোর্ট করা হয়েছে। যার মধ্যে ইতিবাচক হার ১৩.৩২ শতাংশ এবং সংক্রমণের কারণে ৩৪ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তের সংখ্যা কমায় সপ্তাহান্তে কারফিউ তুলে নেওয়ার দাবি উঠেছে রাজধানীতে। আপাতত জোড়-বিজোড় নিয়মে দোকান-পত্র খোলার চেষ্টা করছে আপ এবং বিজেপি সরকারও। দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (DDMA) বৃহস্পতিবার বিধিনিষেধ পর্যালোচনা করবে।বৈঠকে সভাপতিত্ব করবেন লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল। বৈঠকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছিলেন যে শহরে কোভিড আক্রান্তের সংখ্যা কমছে এই পরিপ্রেক্ষিতে এবং জনসাধারণের জীবিকা যাতে প্রভাবিত না হয় তা নিশ্চিত করার জন্য নিষেধাজ্ঞাগুলি সহজ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।