WB Corona Cases: উৎসবের মরসুমে সুখবর, রাজ্যে একসঙ্গে কমল করোনা সংক্রমিত ও মৃতের সংখ্যা
আজ রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭,৫১৩ জন। যা গতকালের থেকে ৬৩ জন কম।
কলকাতা: রাজ্যে আজও ৪-এর কোটায় করোনা সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫১ জন। গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৩০ জন। অর্থাৎ আজ রাজ্যে আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমেছে। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৭৯,৪৬৩ জন।
আজ রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭,৫১৩ জন। যা গতকালের থেকে ৬৩ জন কম। পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারালেন মোট ১৮,৯৫৩ জন। গতকাল মৃত্যু হয়েছিল ১০ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫০৬ জন। এ নিয়ে রাজ্যে শুরু থেকে এখনও পর্যন্ত করোনা থেকে সেরে বাড়ি ফিরেছেন মোট ১৫,৫২,৯৯৭ জন।
অন্যদিকে উত্সবের মরশুমে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৭ মাসে সর্বনিম্ন। ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৬৬ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৮১ জন।দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫১ হাজার ৯৮০ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৫৩ হাজার ৫৭৩। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৬৩২। যা গত ৭ মাসে সর্বনিম্ন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৩ লক্ষ ৯৯ হাজার ৯৬১ জন। একদিনে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮৬১ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৮ লক্ষ ৮৮ হাজার ৯৫০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৩ লক্ষ ২ হাজার ৯৮৮।
আরও পড়ুন: Darjeeling: কার্শিয়ং থেকে মহানদী পর্যন্ত ফের চালু রেড পাণ্ডা পরিষেবা
আরও পড়ুন: South 24 Parganas: পঞ্চমীতে নরেন্দ্রপুরে নৃশংস 'হামলা', নবমীতে হাসপাতালে মৃত্যু যুবকের