WB Corona Cases: রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত ৭৪৪, মৃত্যু ১৩ জনের
সরকারি হিসেব অনুযায়ী ২৪ সেপ্টেম্বর রাজ্যে করোনায় আক্রান্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৬৮৯ গতকালের তুলনায় ১৩ জন কম।
কলকাতা: আজও সাতশো পেরিয়েছে রাজ্যের দৈনিক সংক্রমণ। শুক্রবার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৬৪,৮৮৩ জন। সরকারি হিসেব অনুযায়ী ২৪ সেপ্টেম্বর রাজ্যে করোনায় আক্রান্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৬৮৯ গতকালের তুলনায় ১৩ জন কম।
এই সময় পর্বে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। এনিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ১৮,৭১৬ জন। গত ১ দিন করোনামুক্ত হয়েছেন ৭৪৬জন। সবমিলিয়ে সরকারি হিসেবে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ।
দেশে করোনায় দৈনিক মৃত্যু বাড়লেও, কমল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৩৮২। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৩৬৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৯৪ হাজার ৮০৩। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ১৬২। ১৮৮ দিনে সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ২৮ লক্ষ ৪৮ হাজার ২৭৩ জন সুস্থ হয়েছেন। একদিনে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৫৪২ জন। অন্যদিকে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৭ লক্ষ ২৭ হাজার ৪৭২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৫ লক্ষ ৩৯ হাজার ১৫
উল্লেখ্য করোনার প্রকোপের মধ্যেই আতঙ্ক বাড়াচ্ছে শিশুদের অজানা জ্বর। এবার বোলপুর মহকুমা হাসপাতালে জ্বরের প্রকোপ। হাসপাতাল সূত্রে খবর, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি রয়েছে ১৬০ জন শিশু। সুপার জানিয়েছেন, সপ্তাহদুয়েক ধরে জ্বরের প্রকোপ বেড়েছে। তবে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর আগে মালদা, জলপাইগুড়িও ও উত্তর দিনাজপুরেও জ্বরের প্রকোপ দেখা দেয়।
আরও পড়ুন: Coochbihar: বিদ্যুতের কাজ করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট, ঘটনাস্থলেই প্রাণ হারালেন কর্মী