Murshidabad Samsherganj Poll: সামশেরগঞ্জে ভোটের আগে সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজি, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর
ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার রাত তখন ১১টা। আচমকাই বোমাবাজির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রথমে বুঝতে না পারলেও, পরে মোজাফ্ফর বোঝেন অন্য কোথাও না, বোমাবাজি হয়েছে তাঁর বাড়ির ছাদ লক্ষ্য করেই।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: নির্বাচনের আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজি। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাত ১১টা নাগাদ সিপিএম কর্মী মোজাফ্ফর হোসেনের বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। খবর পেয়ে আজ সকালে দলীয় কর্মীর বাড়িতে যান সামশেরগঞ্জের সিপিএম প্রার্থী মুদাস্সর হোসেন। হামলার নেপথ্যে তৃণমূল, দাবি বাম প্রার্থীর।
রাতের খাওয়া-দাওয়া সেরে সবে ঘুমোতে যাচ্ছিলেন সিপিএম কর্মী মোজাফ্ফর হোসেন। ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার রাত তখন ১১টা। আচমকাই বোমাবাজির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রথমে বুঝতে না পারলেও, পরে মোজাফ্ফর বোঝেন অন্য কোথাও না, বোমাবাজি হয়েছে তাঁর বাড়ির ছাদ লক্ষ্য করেই।
এভাবে উপনির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। সিপিএম কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার সকালে, তাঁর বাড়িতে যান সামশেরগঞ্জের সিপিএম প্রার্থী। নামু চাচণ্ড গ্রামের সিপিএম কর্মী মোজাফফর হোসেনের দাবি, নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে যাওয়াতেই ভয় দেখাতে এই হামলা করা হয়েছে। সামসেরগঞ্জের ধূলিয়ান ডিওয়াইএফআই লোকাল কমিটির এই সদস্যর অভিযোগ, নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে যাওয়াতেই ভয় দেখাতে এই হামলা করা হয়েছে। রাতে হামলা করেছে। ২ জন এসেছিল।
নতুন করে ভোটের দামামা বেজেছে রাজ্যের তিন কেন্দ্রে। রাজ্যজুড়ে তুঙ্গে ফুল বদলের হিড়িক। সামসেরগঞ্জে ভোটের মুখে বৃহস্পতিবারই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ফরাক্কার প্রাক্তন কংগ্রেস বিধায়ক। এই পরিস্থিতিতে সামশেরগঞ্জের সিপিএম প্রার্থীর অভিযোগ, জমি হারিয়ে হামলা চালাছে তৃণমূল।
পাল্টা সিপিএম, বিজেপি ও কংগ্রেসের যোগসাজসের অভিযোগ তুলেছে শাসকদল।তৃণমূলের সারশেরগঞ্জ ব্লক সভাপতি সহিদুল ইসলাম বলেছেন,ভোটের আগে বোমা মজুত করে রাখা ছিল। নিজেদের অপকর্ম ঢাকতে তৃণমূলের ওপর দোষ চাপানো হচ্ছে।ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বাম শিবির।