WB Corona Cases: উৎসবের মরসুমে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, ১ দিনে মৃত ১৫
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন।
কলকাতা: রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৮৬ জন। এ নিয়ে রাজ্য মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৭৩,২৪৬ জন। সরকারি হিসেব অনুযায়ী ৬ সেপ্টেম্বর রাজ্যে অ্যাক্টিভ করোনা কেসের সংখ্যা ৭,৫৯১ জন। গতকালের তুলনায় যা ১৬ জন কম।
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। গতকাল মৃত্যু হয়েছিল ১১ জনের। রাজ্যে এ নিয়ে মোট মৃতের সংখ্যা হল ১৮,৮৬৩ জন। পাশাপাশি গত ১ দিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭৫৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মোট ১৫,৪৬,৭৯৫ জন। উল্লেখ্য রাজ আজ সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।
রাজ্যে সংক্রমণের নিরিখে এখনও শীর্ষেই রয়েছে কলকাতা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিতের সংখ্যা ১৫৯। মৃত্যু হয়েছে ৪ জনের। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ১৩৪ জনের। মৃত্যু হয়েছে ৪ জনের।
অন্যদিকে, উত্সবের মরশুমে দেশেও করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণের সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৭৮ জনের। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৯ হাজার ৫৩৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৭১ হাজার ৮৮১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৬৮৭। যা গত সাড়ে ৬ মাসে সর্বনিম্ন।এরইমধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩১ লক্ষ ৭৫ হাজার ৬৫৬ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৭৭০ জন। পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৮ লক্ষ ১৫ হাজার ৯৭৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৫৭ লক্ষ ৯১ হাজার ৬৪৭।
আরও পড়ুন: Durga Puja 2021 Special: পুজোয় পিয়ানিকা উপহার বাবুলের, মঞ্চেই বাজালেন মমতা, গাইলেন গানও