WB Corona Cases: রাজ্যে ১ দিনে নতুন করে করোনা সংক্রমিত ৯৯০, মৃত্যু ৯ জনের
২৮ অক্টোবর রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৮,১০৯ জন।
কলকাতা: রাজ্যে আজও ৯০০-র কোটায় দৈনিক করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯৯০ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫, ৯০, ০৩২ জন। ২৮ অক্টোবর রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৮,১০৯ জন। সংখ্যাটি গতকালের তুলনায় ১৩৬ জন বেশি ।
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৯ দিনের। উল্লেখ্য, গতকালের তুলনায় আজ রাজ্যে বমৃতের সংখ্যা সামান্য কমল। গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ১৫ জনের । আজকের বুলেটিন অনুযায়ী শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ১৯,১০৫ জনের । পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮৪৫ জন । সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫,৬২,৮১৮ জন ।
উত্সবের মরশুমে দেশে উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। দৈনিক মৃত্যু বাড়ল ২৫ শতাংশের বেশি । ২০ শতাংশেরও বেশি বাড়ল দৈনিক সংক্রমণও । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭৩৩ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৫৬।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৬ হাজার ৩৮৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৩১ হাজার ৮০৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৯৮৯। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ১৪ হাজার ৪৩৪ জন। একদিনে ১৭ হাজার ৯৫ জন সুস্থ হয়েছেন। অন্যদিকে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৯ লক্ষ ৭১ হাজার ৩২২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৪৯ লক্ষ ৬১ হাজার ৯১৩।
আরও পড়ুন: North 24 Pargana: আমডাঙায় শাসক-পুলিশ দ্বন্দ্ব প্রকাশ্যে, ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ