(Source: ECI/ABP News/ABP Majha)
LIC Jeevan Labh Policy:২৩৩ টাকা দিয়ে পান ১৭ লক্ষ, জেনে নিন এই স্কিমের সুযোগ-সুবিধা
LIC Jeevan Labh Policy: সঞ্চয়ের সঙ্গে সুরক্ষিত ভবিষ্যতের কথা ভাবলে দেখতে পারেন জীবন বিমা নিগমের এই যোজনা।কোনও কারণে পলিসির মেয়াদ পূরণের আগেই গ্রাহকের মৃত্যু হলে পরিবারকে সাহায্য করবে LIC।
নয়াদিল্লি: স্বল্প সঞ্চয় থেকেই পেতে পারেন বিরাট অঙ্কের টাকা। দিনে কেবল ২৩৩ টাকা জমিয়ে মেয়াদ শেষে পান ১৭ লক্ষ। এমনই সুযোগ করে দিচ্ছে LIC-র জীবন লাভ স্কিম (LIC Jeevan Labh Policy)। তাই সঞ্চয়ের সঙ্গে সুরক্ষিত ভবিষ্যতের কথা ভাবলে দেখতে পারেন জীবন বিমা নিগমের এই যোজনা।
LIC Jeevan Labh Policy
জীবন লাভ পলিসিতে অল্প প্রিমিয়াম দিয়ে বড় অঙ্ক পাবেন পলিসি হোল্ডার। একটি নির্দিষ্ট মেয়াদ শেষেই বিপুল পরিমাণ টাকা পাবেন গ্রাহক। এটা একটা এনডাওমেন্ট প্ল্যান। সঞ্চয়ের পাশাপাশি সুরক্ষা প্রদান করে এই স্কিম। কোনও কারণে পলিসির মেয়াদ পূরণের আগেই গ্রাহকের মৃত্যু হলে পরিবারকে সাহায্য করবে LIC।
শেয়ার বাজারের সঙ্গে যুক্ত নয়
এই পলিসির সঙ্গে শেয়ার বাজারের কোনও যোগ নেই। তাই বাজার বাড়ুক বা কমুক আপনার সঞ্চয়ের ওপর কোনও প্রভাব পড়বে না। LIC-র প্ল্যানের মাধ্যমে পলিসি হোল্ডার তাঁর সন্তানের বিয়ে, শিক্ষা ও বাড়ি ক্রয়ের বিষয়ে অনায়াসেই ভাবতে পারেন। কারণে মোটের ওপর এটি একটি ভালো বিনিয়োগের জায়গা। তাই ঝুঁকিবিহীন লাভের আসায় বিনিয়োগ করতে পারেন LIC Jeevan Labh Policy-তে।
LIC Jeevan Labh Policy কারা করতে পারেন ?
মেয়াদ শেষে বড় অঙ্কের টাকার পাশাপাশি জীবন বিমা দেয় এই যোজনা।(৮-৫৯)বছর পর্যন্ত কোনও ব্যক্তি এই পলিসি করতে পারেন। আপনি চাইলে ১৬ বছর ছাড়াও ২৫ বছরের পলিসির মেয়াদ নিতে পারেন।
LIC Jeevan Labh Policyতে বিনিয়োগের অঙ্ক
এই পলিসিতে ন্যূনতম ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে আমানতকারীকে। তবে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই।আপনি যত খুশি ইনভেস্ট করতে পারেন এই স্কিমে।
LIC Jeevan Labh Policy থেকে ঋণের সুযোগ
জীবন লাভ পলিসি থেকে ঋণ নেওয়ার সুবিধা পাবেন গ্রাহক।পলিসি শুরু হওয়ার তিন বছর পর জমা অর্থের ওপর ঋণের জন্য আবেদন করতে পারবেন পলিসি হোল্ডার।প্রিমিয়ামের ওপর রয়েছে আয়কর ছাড়।কোনও কারণে পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি বিমার নিশ্চিত অর্থ ও বোনাস পেয়ে যাবেন।
কীভাবে ২৩৩ টাকা দিয়ে পাবেন ১৭ লক্ষ ?
কোনও ব্যক্তি ২৩ বছর বয়সে ১৬ বছরের জন্য ১০,০০,০০০ টাকার (সাম অ্যাসিওরড) পলিসি করতে পারেন। সেই ক্ষেত্রে মেয়াদ শেষে ১৭ লক্ষ টাকা পেতে তাকে প্রতিদিন ২৩৩ টাকা করে দিতে হবে। তাহলে ১৬ বছর পর তার জমা অর্থের পরিমাণ দাঁড়াবে ৮,৫৫,১০৭ টাকা। ৩৯ বছর বয়সে মেয়াদ পূরণের সময় সুদ সমেত তাঁর হাতে আসবে ১৭,১৩,০০০টাকা।
আরও পড়ুন : LIC Update : LIC-র প্রিমিয়াম জমা পড়ছে তো ? কীভাবে ঘরে বসে দেখবেন পলিসি স্ট্যাটাস ?
আরও পড়ুন : LIC Jeevan Anand Policy: দিনে ৭৬ টাকা দিয়ে পান ১০.৩৩ লক্ষ টাকা, এখনই শুরু করুন এই পলিসি
আরও পড়ুন : LIC Saral Pension Plan: ১ বার প্রিমিয়াম দিয়ে প্রতি মাসে পান ১২,০০০টাকা, পথ দেখাচ্ছে LIC