WB News Live Updates: কেওয়াইসি-র নামে অ্যাপ ডাউনলোড করে 'আর্থিক প্রতারণা'
রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে নজর রাখুন...

Background
জামিনে মুক্ত হওয়ার পরে ফের সজল ঘোষের বাড়িতে পুলিশ। সার্চ ওয়ারেন্ট নিয়ে সজলের বাড়িতে পুলিশের তল্লাশি। সার্চ ওয়ারেন্ট নিয়ে মুচিপাড়া থানার পুলিশের তল্লাশি। তল্লাশিতে দরজা ভাঙায় যুক্ত পুলিশরাই, অভিযোগ প্রদীপ ঘোষের। তল্লাশিতে কিছু না মেলার দাবি বিজেপি নেতা প্রদীপ ঘোষের। এ ব্যাপারে এখনও পর্যন্ত পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি। শ্লীলতাহানি, চুরি, অস্ত্র রাখার অভিযোগে সজলের বিরুদ্ধে মামলা।
তৃণমূলের মুখপত্রে উত্তর সম্পাদকীয় লিখে সাসপেন্ড অজন্তা বিশ্বাস। প্রয়াত অনিল বিশ্বাসের কন্যা অজন্তাকে ৬ মাসের জন্য সাসপেন্ড করছে সিপিএম, খবর সূত্রের। কলকাতা জেলা কমিটির বৈঠকে অজন্তার সাসপেনশনের সিদ্ধান্ত। অনিল-কন্যার ৩ মাসের সাসপেনশনের সুপারিশ এরিয়া কমিটির। দু’একদিনের মধ্যেই অজন্তার কাছে যাচ্ছে সাসপেনশনের চিঠি, খবর সূত্রের।
ত্রিপুরায় বিজেপি ও সিপিএম থেকে যোগদানের দাবি তৃণমূলের। আগরতলার বিশালগড়ের বেশ কয়েকটি পরিবারের তৃণমূলে যোগদান। যুব তৃণমূল নেতৃত্ব ও তৃণমূল নেতা সুবল ভৌমিকের উপস্থিতিতে যোগদান। এ বিষয়ে বিজেপি ও সিপিএমের প্রতিক্রিয়া মেলেনি।
দলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তাই কাজ করতে পারছিলাম না। মেলেনি স্থানীয় নেতৃত্বের সহযোগিতা। এই অভিযোগে পদত্যাগ করলেন ত্রিপুরা কংগ্রেসের সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। বাড়ল তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা।
West Bengal News Live: রাখিতে দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী!
রাখিতে দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী! হাওড়ার বালিতে একটি ক্লাবের তরফে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নামাঙ্কিত রাখি পরানো হয়। এতেই তৈরি হয়েছে বিতর্ক। পথচলতি মানুষের পাশাপাশি সরকারি কর্মী, পুলিশ অফিসারদেরও রাখি পরানো হয়। বিজেপির কটাক্ষ, তৃণমূলের আমলে ক্লাব ও দলকে এক হয়ে গেছে। পাল্টা তৃণমূলের প্রশ্ন, কোনও ক্লাব যদি জনমুখী প্রকল্প রাখিতে রাখে, তাতে অসুবিধা কোথায়? অন্যদিকে, ক্লাব কর্তৃপক্ষের দাবি, রাখি বন্ধনের মাধ্যমে মৈত্রীর বার্তা দেওয়া হয়েছে।
WB News Live Updates: গাছে রাখি বেঁধে প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা
মেদিনীপুর শহরের স্কুলপড়ুয়া এবং স্থানীয় বাসিন্দারা অভিনব পদ্ধতিতে উদযাপন করল রাখিবন্ধনের দিনটিকে। শহরের বিভিন্ন গাছে রাখি বেঁধে প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা দিলেন মেদিনীপুর বাসীরা। শুধু রাখি বন্ধনই নয়, এদিন তারা প্রতিজ্ঞা নিলেন সারা বছর ধরে গাছগুলিকে ও প্রকৃতিকে রক্ষা করার ও শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার।






















