LIVE UPDATES: বারাসত, ক্যানিংয়ে ধর্মঘটীদের ওপর লাঠিচার্জ পুলিশের
নৈতিক সমর্থন রয়েছে তৃণমূলেরও। তবে বনধে সামিল হয়নি আরএসএসের শ্রমিক সংগঠন।

Background
কলকাতা: ১৬টি শ্রমিক সংগঠনের ডাকে আজ দেশজুড়ে সাধারণ ধর্মঘট। ধর্মঘটে সামিল হয়েছে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন। নৈতিক সমর্থন রয়েছে তৃণমূলেরও। তবে বনধে সামিল হয়নি আরএসএসের শ্রমিক সংগঠন।
গড়িয়ার বিভিন্ন জায়গায় ধমর্ঘটের সমর্থনে মিছিল বার করেছে বামেরা। কামালগাজি মোড়ে সরকারি বাসের লুকিং বাস ভেঙে তারা চালককে হুমকি দিয়েছে। অটো দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।
ধর্মতলা মোড়ে সরকারি বাস রয়েছে। রাস্তার মোড়ে মোড়ে বসেছে পুলিশ পিকেট।
হাওড়া স্টেশনে ট্রেন পরিষেবা স্বাভাবিক। বেসরকারি বাস তুলনামূলকভাবে কম। তবে সকাল থেকে প্রচুর সরকারি বাস রাস্তায় নেমেছে।
শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার শাখায় মগরাহাট ও হোটর স্টেশনের মাঝে রেললাইন অবরোধ করেছে বামেরা। লক্ষ্মীকান্তপুর শাখায় দক্ষিণ বারাসাত ও মথুরাপুর স্টেশনের মাঝে অবরোধ করে ধর্মঘটীরা। বজবজ ছাড়া শিয়ালদহ দক্ষিণের সমস্ত শাখাতেই একসময় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অন্যদিকে, শিয়ালদহ মেন শাখায় বেলঘরিয়া স্টেশন ও ইছাপুর স্টেশনেও রেল অবরোধ হয়। তবে শিয়ালদহের দূরপাল্লার ট্রেন চলাচল স্বাভাবিক।
কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা স্বাভাবিক। দূরের যাত্রীরা আগেই পৌঁছে গিয়েছেন।
বামেদের ডাকা ধর্মঘট ঘিরে দমদমে অশান্তি। সকাল ৭টা নাগাদ দমদম স্টেশনের কাছে দমদম রোড অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা। তৃণমূল কর্মীরা বাধা দেওয়ায় উত্তেজনা ছড়ায়।
ধর্মঘটের সকালে বন্দর এলাকায় পণ্য পরিবহণ স্বাভাবিক। অন্যদিকে, খিদিরপুরে সরকারি বাস ডিপোয় প্রচুর বাস থাকলেও, যাত্রী তুলনামূলকভাবে কম।
কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা মৌলালি মোড়। রাস্তায় নেমেছে প্রচুর সরকারি বাস।






















