(Source: Poll of Polls)
Women Reservation Bill: ৪৫৪-২ ভোটে লোকসভায় পাস মহিলা সংরক্ষণ বিল
Parliament Special Session:দেশের আইনসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষিত হবে মহিলাদের জন্য।
নয়াদিল্লি: লোকসভায় পাস মহিলা সংরক্ষণ বিল। বিলের পক্ষে পড়ল ৪৫৪টি ভোট, বিপক্ষে পড়ল ২টি ভোট। দেশের আইনসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষিত হবে মহিলাদের জন্য।
মোদি সরকারের আনা এই বিলে শর্তসাপেক্ষে সমর্থন করেছে বিরোধীরা। এদিন লোকসভায় এই বিল নিয়ে আলোচনা চলে। বাগ-বিতন্ডায় জড়ায় শাসক-বিরোধী পক্ষ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে রাহুল গাঁধী বিজেপি সরকারকে নিশানা করে বলেন, 'মোদি সরকারে মহিলা সংরক্ষণ বিল অসম্পূর্ণ।' ওবিসিদের জন্য আসন সংরক্ষণের দাবি জানিয়ে লোকসভায় বক্তব্য রাখেন রাহুল গাঁধী। তিনি বলেন, 'আজই মহিলা সংরক্ষণ বিল পাস করে আইন প্রণয়ন করুন। জনগণনার প্রয়োজন নেই, সরাসরি ৩৩ শতাংশ মহিলাকে সংরক্ষণের আওতায় আনুন।' লোকসভায় দাবি করেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর তোপ, 'দেশের ৯০ জন সচিবের মধ্যে মাত্র ৩ জন ওবিসি সমাজের। অবিলম্বে জাত গণনা করুন, না হলে আমাদের সময় হওয়া জাতগণনার তথ্য প্রকাশ করুন। আপনারা না করলে আমরা প্রকাশ করে দেব।'
পাল্টা তোপ অমিত শাহের:
লোকসভায় রাহুল গাঁধীর (Rahul Gandhi) ওবিসি আক্রমণের জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বক্তব্য রাখার সময় বলেন, 'বিজেপির ২৯ শতাং অর্থাৎ ৮৫ জন সাংসদ ওবিসি সম্প্রদায়ের। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ২৯ জন মন্ত্রী ওবিসি।'
Lok Sabha passes Women's Reservation Bill granting 33% seats to women in Lok Sabha and state legislative assemblies pic.twitter.com/shLmzqn4OT
— ANI (@ANI) September 20, 2023
আগেই লোকসভায় (Parliament) পেশ করা হয়েছে মহিলা সংরক্ষণ বিল (Women's Reservation Bill)। এদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধে ৬টা পর্যন্ত ৭ ঘণ্টা ধরে এই বিল নিয়ে বিতর্ক-আলোচনা চলে। তৃণমূলের তরফে বক্তব্য রাখেন মহুয়া মৈত্র ও কাকলি ঘোষ দস্তিদার। এদিন অধিবেশন শুরুর আগে রণকৌশল স্থির করতে বৈঠকে বসেছিল বিরোধী জোট INDIA। এদিন কংগ্রেসের তরফে বক্তব্য পেশ করেছেন সনিয়া গাঁধী। সনিয়া বলেন, 'এই বিল রাজীব গাঁধীর স্বপ্ন ছিল। কংগ্রেসই এই বিল নিয়ে প্রথম উদ্যোগী হয়েছিল। মহিলা সংরক্ষণ বিলে সমর্থন জানিয়ে OBC-দের এর আওতায় আনার দাবি জানান সনিয়া।' বিজেপি পাল্টা দাবি করে কংগ্রেসের আনা বিল ত্রুটিপূর্ণ ছিল। কংগ্রেসের আনা একাধিক বিল মহিলা বিরোধী বলে দাবি করে বিজেপি।
আরও পড়ুন: মেক্সিকোয় ভিনগ্রহী মমির পেটে ডিম!বিস্ফোরক তথ্য চিকিৎসক দলের