New Delhi Stampede-like Situation : মহাকুম্ভে যাওয়ার জন্য ভিড়, হুড়োহুড়িতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি ! অসুস্থ অনেকে
Stampede-like Situation : যদিও উত্তর রেলের CPRO বলছেন, "পদপিষ্টের মতো কোনও ঘটনা ঘটেনি। এটা শুধুমাত্র একটা গুজব। উত্তর রেলওয়ে পরিকল্পনা মতো দু'টি বিশেষ ট্রেন চালাচ্ছিল (প্রয়াগরাজের জন্য)। "

নয়াদিল্লি : মহাকুম্ভে যাওয়ার জন্য ভিড়, নয়াদিল্লি স্টেশনে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লেন ! প্রাথমিকভাবে দিল্লি দমকল ও দিল্লি পুলিশ সূত্রে এমনই খবর পাওয়া যায় বলে সংবাদ সংস্থা ANI সূত্রের খবর। খবর অনুযায়ী, নয়াদিল্লি স্টেশনে ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় ! প্রয়াগরাজ যাওয়ার জন্য ভিড়ের চাপে কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। ২টি ট্রেন দেরি করায় উপচে পড়া ভিড় হয়ে যায়। তার জেরে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। নয়াদিল্লি স্টেশনের ওই ঘটনায় ১৫ জন মতো আহত হয়েছেন বলে খবর শোনা যাচ্ছে। স্টেশনের ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে হুড়োহুড়ির জেরে এই ঘটনা বলে খবর কোনও কোনও সংবাদ মাধ্যম সূত্রের। ঘটনায় দমবন্ধকর পরিস্থিতির জেরে চার মহিলা অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও খবর ছড়ায় প্রাথমিকভাবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন।
যদিও উত্তর রেলের CPRO বলছেন, "পদপিষ্টের মতো কোনও ঘটনা ঘটেনি। এটা শুধুমাত্র একটা গুজব। উত্তর রেলওয়ে পরিকল্পনা মতো দু'টি বিশেষ ট্রেন চালাচ্ছিল (প্রয়াগরাজের জন্য)। "
#WATCH | Visuals from outside New Delhi Railway station.
— ANI (@ANI) February 15, 2025
There is no stampede. It is only a rumour. Northern Railways was running two planned special trains (for Prayagraj): CPRO Northern Railways pic.twitter.com/SHUvrnajip
ঘটনার কিছুক্ষণের মধ্যেই বিবৃতি জারি করে রেলমন্ত্রকও। মন্ত্রকের তরফে বলা হয়েছে, রেল পুলিশ ও দিল্লি পুলিশ ঘটনাস্থলে (নয়াদিল্লি রেলস্টেশন) রয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Railway Police and Delhi Police have reached the station (New Delhi Railway station). The situation is under control, and the injured have been taken to the hospital: Ministry of Railway pic.twitter.com/SgmE0gmsLt
— ANI (@ANI) February 15, 2025
রেলের ডেপুটি কমিশনার অফ পুলিশ কেপিএস মালহোত্র বলছেন, "নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের মতো ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল প্রয়াগরাজ এক্সপ্রেস। ওই প্ল্যাটফর্মে বহু মানুষ দাঁড়িয়েছিলেন। স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস ও ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দেরি করছিল। এই দুই এক্সপ্রেসের যাত্রীরাও ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। খবর অনুযায়ী, ১৫০০ জেনারেল টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তাই জনতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে ১৪ নম্বর প্ল্যাটফর্ম এবং ১ নম্বর প্ল্যাটফর্মের এসকেলটরের কাছে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়।"
#WATCH | Huge crowd witnessed outside the New Delhi Railway Station.
— ANI (@ANI) February 15, 2025
As per Ministry of Railway, the situation is under control, and the injured have been taken to the hospital pic.twitter.com/WB5Smv1LTW
প্রসঙ্গত, দিনকয়েক আগেই প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিলের ঘটনা ঘটে। মৌনি অমাবস্যার স্নানের জন্য হুড়োহুড়িতে ৩০ জনের মৃত্যু হয়। আহতের সংখ্যা ৯০ জন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
