এক্সপ্লোর
Advertisement
শিবসেনার হাত ধরছেন না, বিজেপির ‘অব কি বার, ২০০ পার’ স্লোগান প্রত্যাখ্যান করেছে মহারাষ্ট্র, বললেন শরদ পওয়ার
শরদ আরও বলেন, বিরোধীরা খেটেছে, কঠোর পরিশ্রম করেছে। কংগ্রেস-এনসিপি ও শরিকরা তাদের সেরাটা দিয়েছে। তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ক্ষমতা আসে, আবার চলেও যায়। কিন্তু একটা লক্ষ্য, উদ্দেশ্যের প্রতি দায়বদ্ধ থাকা জরুরি। আমরা মানুষকেও আমাদের ভালবাসা দেওয়ায় ধন্যবাদ জানাই।
মুম্বই:শিবসেনার হাত ধরছেন না মহারাষ্ট্রে সরকার গঠনে। জানিয়ে দিলেন শরদ পওয়ার। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ভোটগণনার মধ্যেই সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের জোট শরিক এনসিপি সভাপতি বলেছেন, এনসিপি-কংগ্রেস ও অন্য শরিকরা একসঙ্গে আলোচনায় বসে ভবিষ্যত্ কর্মপন্থা স্থির করবে। শিবসেনার সঙ্গে যাচ্ছি না আমরা।
সাংবাদিক সম্মেলনে যথেষ্টসংখ্যক আসন না পাওয়ার পর তাঁরা কী করবেন, শিবসেনার হাত ধরার কথা ভাবছেন কিনা, প্রশ্ন করা হলে শরদ বলেন, শিবসেনার সঙ্গে বোঝাপড়ার প্রশ্নই ওঠে না। শিবসেনার সঙ্গী হওয়া শিবসেনার নীতি নয়।
Nationalist Congress Party (NCP) President, Sharad Pawar: NCP-Congress and other allies will decide together, the future course of action. We will not go with Shiv Sena. #MaharashtraAssemblyPolls pic.twitter.com/JAr4WaWFVP
— ANI (@ANI) October 24, 2019
শরদ আরও বলেন, বিরোধীরা খেটেছে, কঠোর পরিশ্রম করেছে। কংগ্রেস-এনসিপি ও শরিকরা তাদের সেরাটা দিয়েছে। তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ক্ষমতা আসে, আবার চলেও যায়। কিন্তু একটা লক্ষ্য, উদ্দেশ্যের প্রতি দায়বদ্ধ থাকা জরুরি। আমরা মানুষকেও আমাদের ভালবাসা দেওয়ায় ধন্যবাদ জানাই। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, একটা গুরুত্বপূর্ণ দিক হল, যারা আমাদের ত্যাগ করেছে, তাদের মানুষ গ্রহণ করেছি। যারা চলে গিয়েছে, তাদের দলত্যাগে লাভ হয়নি।
NCP President, Sharad Pawar: One important thing to see is that people who left us, have not been accepted. Defections have not worked in favour of those who left. #MaharashtraAssemblyPolls https://t.co/zVdlHKZw3q
— ANI (@ANI) October 24, 2019
ভোটপ্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের উদ্দেশে যে ‘ডুব মরো’ মন্তব্য করেছিলেন, তারও নিন্দা করেন শরদ। মহারাষ্ট্রের মানুষ ‘অব কি বার, ২০০ পার’ স্লোগান প্রত্যাখ্যান করেছেন বলেও দাবি করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
জেলার
Advertisement