এক্সপ্লোর
Advertisement
কোভিড হাসপাতাল সংক্রান্ত নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের, কী আছে তাতে দেখে নিন...
চিকিৎসকদের একমাসের ডিউটি রোস্টার তৈরি করতে হবে, হাসপাতালে রাখতে হবে র্যাপিড রেসপন্স টিম
কলকাতা: এবার জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল ও কোভিড হাসপাতালে যাতে করোনা রোগীদের চিকিত্সা পরিষেবা মসৃণ হয়, তা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় বিভিন্ন মেডিক্যাল কলেজ ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের যৌথভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে-- * ন্যূনতম একমাসের জন্য, চিকিত্সকরা কোন হাসপাতালে, কোন ওয়ার্ডে, কোন সময় চিকিত্সা করবেন, তার তালিকা তৈরি করতে হবে। সম্মিলিতভাবে তালিকা ঠিক করবেন সংশ্লিষ্ট জেলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। * এই একমাস, হাসপাতালের কাছাকাছি, চিকিত্সকদের থাকা-খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। * কোভিড হাসপাতালে প্রস্তুত রাখতে হবে র্যাপিড রেসপন্স টিম। এই দলে থাকবেন মেডিসিন ও অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞরা। * স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকায় উল্লেখ, সন্দেহভাজন রোগীদের দ্রুত অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। * করোনা রোগীকে স্থানান্তরের প্রয়োজন হলে স্থিতিশীল অবস্থায় এনে তারপর রেফার করতে হবে। * জেলার সমস্ত কোভিড হাসপাতালে কর্মরত চিকিত্সক, নার্সদের নিয়মিত প্রশিক্ষণ দেবে সংশ্লিষ্ট জেলার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
খবর
Advertisement