হরিয়ানার ক্ষমতায় বিজেপি-জেজেপি জোট, ডেপুটি দুষ্যন্তকে নিয়ে শপথ মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের
হরিয়ানা বিধানসভা নির্বাচনে এবার প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে জেজেপি। আর প্রথমবারেই বাজিমাত।
নয়াদিল্লি: সমস্ত জল্পনার অবসান। হরিয়ানায় দ্বিতীয়বার ক্ষমতায় বিজেপি-ই। সঙ্গী জননায়ক জনতা পার্টি। রবিববার হরিয়ানা রাজভবনে শপথ নিলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জেজেপি প্রতিষ্ঠাতা দুষ্যন্ত চৌটালাও। জোটের দুই শীর্ষনেতার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা সহ পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল। ছিলেন অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদলও।
Chandigarh: Manohar Lal Khattar takes oath as the Chief Minister of Haryana, at the Raj Bhawan. #HaryanaAssemblyPolls pic.twitter.com/SBqHELyaAk
— ANI (@ANI) October 27, 2019
Chandigarh: Dushyant Chautala takes oath as the Deputy Chief Minister of Haryana, at the Raj Bhawan. #HaryanaAssemblyPolls pic.twitter.com/iXr7oyFauk
— ANI (@ANI) October 27, 2019
প্রসঙ্গত, হরিয়ানা বিধানসভা নির্বাচনে এবার প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে জেজেপি। আর প্রথমবারেই বাজিমাত। জয় ১০ আসনে। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এলেও ক্ষমতা থেকে খানিকটা দূরেই থেমে যায় বিজেপির বিজয়রথ (৪০)। এদিকে ৩১ আসন নিয়ে ক্ষমতা ফেরার আশা দেখতে শুরু করে কংগ্রেসও। এমনও মনে করা হয় কংগ্রেস-জেজেপি জোট ক্ষমতায় আসবে। যদিও সেই সম্ভাবনায় জল ঢেলে ফের একবার ক্ষমতা দখল করে বিজেপি-ই। জোট সঙ্গী হিসেবে বিজেপি পায় নতুন শরিক জেজেপি-কে। ১০ আসন পাওয়া জেজেপি সরকারের উপ-মুখ্যমন্ত্রীর আসন দখল করতেও সক্ষম হয়।
হরিয়ানায় এই নতুন বিজেপি-জেজপি জোটকে ‘জনবিরোধী’ বলে কটাক্ষা করেছে কংগ্রেস। ভূপিন্দর সিংহ হুডা ও রণদীপ সুরজেওয়ালাদের পাল্টা আক্রমণ করে জেজেপি নেতা দ্বিগ্বিজয় চৌটালা বলেন, “কংগ্রেস বিজেপি-জেজেপি জোটকে জনবিরোধী বলছে। মাথায় রাখতে হবে আমরা কংগ্রেসের বিরুদ্ধেও লড়েছি এবং জিতে এসেছি। কংগ্রেস পর্যাপ্ত পরিমাণ সংখ্যাও পায়নি।”
Digvijay Chautala, Jannayak Janta Party (JJP): Until yesterday they (Congress) were saying that it (BJP-JJP alliance) is against people's mandate. We have come after winning against them too. Congress could not gather the numbers. 'Majboor thi mazboot nahi'. #Haryana pic.twitter.com/JCkuBnUlYe
— ANI (@ANI) October 27, 2019