Jammu and Kashmir : ভূস্বর্গে শিল্প ও বিনিয়োগ টানতে বঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের
Lieutenant Governor of Jammu and Kashmir met industrialists in Bengal : কলকাতার এক পাঁচতারা হোটেলে বাংলার শিল্পপতিদের সঙ্গে দেখা করেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা
সঞ্চয়ন মিত্র, কলকাতা : শিল্প ও বিনিয়োগ টানতে কলকাতায় জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। মঙ্গলবার বঙ্গের শিল্পপতিদের সঙ্গে করলেন বৈঠক। পাশাপাশি ভূস্বর্গে বিনিয়োগ করলে, কী কী ছাড় বা সুবিধা মিলবে, তারও রূপরেখা তুলে ধরেন সেখানকার আমলারা।
জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে, কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে দু’বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে। জমি কেনা থেকে শিল্পস্থাপন, এখন দেশের আর পাঁচটা রাজ্যের মতোই সহজ হয়ে গিয়েছে ভূস্বর্গেও। এই প্রেক্ষাপটে এবার সেখানে বিনিয়োগ টানতে উদ্যোগী হল জম্মু কাশ্মীর প্রশাসন। তারই অংশ হিসেবে মঙ্গলবার কলকাতায় হয়ে গেল একদিনের ইন্ডাস্ট্রি ইন্টার্যাকশন।
কলকাতার এক পাঁচতারা হোটেলে এদিন বাংলার শিল্পপতিদের সঙ্গে দেখা করেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। ভূস্বর্গে বাংলার শিল্পপতিদের বিনিয়োগে আমন্ত্রণও জানান তিনি। কিন্তু ভূস্বর্গে শিল্প টানতে বাংলায় কেন?
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বললেন, রাজ্য এখন শিল্প সহায়ক। স্বস্তি ফিরেছে। আপনারা ব্যবসা করতে পারেন।
শুধু বিনিয়োগের আহ্বান নয়, ভূস্বর্গে বিনিয়োগ করলে কী কী ছাড় বা সুবিধা পাওয়া যাবে, সেই রূপরেখাও এদিন শিল্পপতিদের সামনে তুলে ধরেন সেখানকার আমলাদের একাংশ। জম্মু কাশ্মীরের শিল্প ও বাণিজ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রঞ্জন প্রকাশ ঠাকুর ও জম্মু-কাশ্মীর পিপিও এমডি অনীতা কর নিজেদের বক্তব্য তুলে ধরেন।
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা CII-এর উদ্যোগে হয় এদিনের অনুষ্ঠান।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধুমধাম করে শিল্প সম্মেলন WB Industry Conference 2021 হওয়ার পর গত দুটো বছর বন্ধ ছিল। এবার ফের শিল্প সম্মেলন করার কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের (State Government) পক্ষ থেকে। আগামী ২০-২১ এপ্রিল শিল্প সম্মেলনের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যে বিভেদ বিতর্ক ভুলে গিয়ে প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে সম্মান জানিয়ে আগামী শিল্প সম্মেলনের জন্য রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Governor Jagdeep Dhankhar ) উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। বিদেশে গিয়ে বাংলার শিল্পের হয়ে সওয়ালের অনুরোধও করা হয়েছে।