এক্সপ্লোর
Advertisement
মাস্ক ৪০ শতাংশ কমাতে পারে করোনা সংক্রমণ, বলছে জার্মান গবেষণা
তবে গবেষকরা বলছেন, মাস্কের ধরনের ওপর নির্ভর করছে অন্যান্য দেশে এর ফলে করোনা সংক্রমণ কতটা কমবে। তাই এ নিয়ে আরও গবেষণা জরুরি।
কলকাতা: করোনা সংক্রমণ ৪০ শতাংশ কমে যেতে পারে যদি আপনার মুখ মাস্কে ঢাকা থাকে। জানাচ্ছে জার্মানির এক গবেষণা। জার্মানির জেনা শহরে ৬ এপ্রিল থেকে সাধারণ মানুষ রাস্তাঘাটে, গণ পরিবহণে মাস্ক ব্যবহার করা শুরু করেন। এখন সেখানে নয়া সংক্রমণের প্রায় কোনও রেকর্ডই নেই।
অথচ আশপাশের এলাকা যেমন থুরিঙ্গিয়া ও অন্যত্র মাল্ক পলিসি নেওয়া হয়ছে বেশ কিছুদিন বা কয়েক সপ্তাহ পরে। ওই সব এলাকায় করোনা সংক্রমণ এখনও চলছে। জানিয়েছে বন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ লেবার ইকোনমিক্স।
৬ এপ্রিলের আগে ও পরে জেনা শহরের সঙ্গে অন্যান্য জার্মান শহরের করোনা সংক্রমণ নিয়ে তুলনা করেন গবেষকরা। এই সব শহরগুলিতে জনসংখ্যার হার, স্বাস্থ্যব্যবস্থা ও ৬ এপ্রিলের আগে করোনা সংক্রমণের হার মোটামুটি এক। কিন্তু দেখা যাচ্ছে, জেনায় গণহারে মাস্ক ব্যবহার শুরু হওয়ার পর নতুন সংক্রমণ অন্য শহরগুলির তুলনায় ২৫ শতাংশ কমে গিয়েছে। জার্মানির বড় শহরগুলির সঙ্গে তুলনা করলে বড় বেশি স্পষ্ট হচ্ছে এই পার্থক্য।
মেঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লস বেল্ডের মত গবেষকরাও বলছেন, করোনা রুখতে মাস্ক সব থেকে পকেটসাধ্য উপায়। করোনা রুখতে মাস্কের উপযোগিতা নিয়ে এটিই সম্ভবত প্রকাশিত প্রথম গবেষণা।
তবে গবেষকরা বলছেন, মাস্কের ধরনের ওপর নির্ভর করছে অন্যান্য দেশে এর ফলে করোনা সংক্রমণ কতটা কমবে। তাই এ নিয়ে আরও গবেষণা জরুরি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
হুগলি
Advertisement