এক্সপ্লোর
Advertisement
করাচি হামলায় ভারতের দিকে আঙুল তোলায় পাল্টা দিল্লি বলল, আমরা পাকিস্তানের মতো নই, সব জঙ্গিহানার বিরোধী
বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, 'ভারত পাকিস্তানের মতো নয়, বিশ্বের যে কোনও জায়গায় সন্ত্রাসবাদী হামলার নিন্দা করি আমরা।'
নয়াদিল্লি: পাকিস্তান স্টক এক্সেঞ্জে জঙ্গি হামলার ঘটনায় ভারতের দিকে আঙুল তোলায় পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে কড়া জবাব দিল ভারত।
বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ভারত পাকিস্তানের মতো নয়, বিশ্বের যে কোনও জায়গায় সন্ত্রাসবাদী হামলার নিন্দা করে ভারত। এমনকী করাচিতে জঙ্গিহানারও নিন্দা করে ভারত। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, কিছুদিন আগেই পাক প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদীদের শহিদ বলে উল্লেখ করেছিলেন। সোমবার সাতসকালে করাচি স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে আচমকাই ঢুকে পড়ে হামলা চালায় ওই চার জন বন্দুকবাজ। শুরু হয় গুলিবর্ষণ। পাকিস্তানের সংবাদসংস্থা জিও নিউজের খবর, স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ের মূল ফটকের সামনে এদিন গ্রেনেড ছোড়ে জঙ্গিরা ৷ গ্রেনেড বিস্ফোরণ ও এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় এক পুলিশ কর্মী সহ ৬ জনের। পুলিশের দাবি, গুলির লড়াইয়ে চার জঙ্গিরও মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের একাংশ দাবি করে, অফ-ডিউটিতে সিন্ধ পুলিশ যে পোশাক পরে, তা পরেই এ দিন হামলা করতে এসেছিল বালোচ জঙ্গিরা। সিন্ধ পুলিশের সন্ত্রাস-দমন শাখা সূত্রের দাবি, নিহত চার জঙ্গির মধ্যে এক জনকে চিহ্নিত করা গিয়েছে। পরে অবশ্য পুরো ঘটনার পিছনে ভারতের ইন্ধন আছে বলে ইঙ্গিত করেন সে-দেশের বিদেশ মন্ত্রী কুরেশি। কুরেশি বলেন, ‘পাকিস্তানের শান্তি ভারত সহ্য করতে পারে না।’স্টক এক্সেঞ্জ হামলার পিছনে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর হাত রয়েছে বলে দাবি সিন্ধ রেঞ্জার্সের ডিরেক্টর জেনারেল ওমর আহমেদ বুখারির।
এই ধরনের অভিযোগ উড়িয়ে দিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, পাকিস্তান নিজেদের আভ্যন্তরীণ বিষয়ে ভারতকে দোষারোপ করতে পারে না। ভারত পৃথিবীর যে কোনও জায়গা সন্ত্রাসবাদী হানারই নিন্দা করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement