আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের কিছু জেলায় অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা
প্রবল বৃষ্টির কারণে কোচবিহার, মালদা ও উত্তর দিনাজপুরের কিছু এলাকা জলমগ্ন
কলকাতা: কলকাতা সহ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। তবে ভারী বৃষ্টির হাত থেকে অন্তত আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের রেহাই নেই।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়িতে। ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, এবং কালিম্পং-এ।
বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণেই এই বৃষ্টি বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। কোচবিহারে শুক্রবারও প্রবল বৃষ্টি হয়েছে। তুফানগঞ্জে গদাধর নদীতে প্রবল বৃষ্টির কারণে পাড়ের বাঁধ ভেঙেছে। মেখলিগঞ্জের কুচলিবাড়িতে তিস্তা নদীর জল ফুঁসে উঠেছে। তলিয়ে গেছে স্থানীয় শিশুশিক্ষা কেন্দ্র।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির জল জমেছে। চোপড়ার হাঁসখাড়ি এলাকায় বিঘের পর বিঘে জমিতে ধান, আনারস নষ্ট হওয়ার আশঙ্কা।
মালদার ইংরেজবাজার শহরে বেশ কয়েকটি ওয়ার্ড বৃষ্টিতে জলমগ্ন। জল জমেছে ১৮, ২০, ২৪, ৩ নম্বর ওয়ার্ডে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে শনিবারও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। ফলে প্রবল বৃষ্টির দুর্যোগ ও দুর্গতির আশঙ্কা থাকছেই।