এক্সপ্লোর
Advertisement
ডিম নয়, পুষ্টির জন্য অঙ্গনওয়াড়ির শিশুদের দুধ খাওয়াবেন, জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
কেন ডিমের পরিবর্তে দুধের দিকেই চৌহান ঝুকেছেন, তার একটা কারণ রয়েছে। অঙ্গনওয়াড়িতে আসা শিশুদের অনেকের পরিবারই আমিষ খায় না, তাই ওরাও ডিম খেতে পারে না। কিন্তু দুধ খাওয়ানো হলে সব পরিবারের বাচ্চারাই পুষ্টি গ্রহণ করতে পারবে।
ভোপাল: অঙ্গনওয়াড়ির শিশুদের ডিম নয়, দুধ দেওয়া হবে, এমনই জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এর আগে রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী ইমারতী দেবী জানিয়েছিলেন যে শিশুদের অঙ্গনওয়াড়ির শিশুদের ডিম খাওয়ানো হবে। কিন্তু শিশুদের পুষ্টির অভাব দূর করার জন্য দুধ খাওয়ানোই সঠিক পদক্ষেপ হবে বলে মনে করছেন চৌহান। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী স্বয়ং নিরামিষ খান।
চৌহান বলেন, শিশুদের মধ্যে অপুষ্টি দূর করতেই হবে। আর সেজন্যই ডিম নয়, উপযুক্ত পরিমাণ দুধ খাওয়ানোর ব্যবস্থা করছি আমরা। কেন ডিমের পরিবর্তে দুধের দিকেই চৌহান ঝুকেছেন, তার একটা কারণ রয়েছে। অঙ্গনওয়াড়িতে আসা শিশুদের অনেকের পরিবারই আমিষ খায় না, তাই ওরাও ডিম খেতে পারে না। কিন্তু দুধ খাওয়ানো হলে সব পরিবারের বাচ্চারাই পুষ্টি গ্রহণ করতে পারবে।
বিজেপি অফিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে মোদির জীবনের উপরে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসে কথাগুলি বলেন চৌহান। ১৬ থেকে ২৩ সেপ্টেম্বর চলবে এই প্রদর্শনী।
চৌহান জানান, তাঁর সরকার রাজ্যের গরিব মানুষের জন্য আলাদা করে ভাবছে। প্রদর্শনীর সময়কালেই ‘দরিদ্র সপ্তাহ’-ও পালন করা হবে তাঁর রাজ্যে। আর অঙ্গনওয়াড়ির শিশুদের আগামী ১৭ সেপ্টেম্বর থেকেই দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। গোটা সপ্তাহ জুড়েই রাজ্যের গরিব মানুষদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আরও বেশ কিছু কর্মসূচি হাতে রাখা হয়েছে। এর মাধ্যমে গরিব মানুষের অপুষ্টি, শিক্ষা-সহ বিভিন্ন সমস্যা দূর করার একটি প্রত্যক্ষ প্রয়াস নেওয়া হবে। আগামীদিনে এই কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে চৌহানের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement