এক্সপ্লোর
Advertisement
প্রতিটি নিঃশ্বাসে তোমার অভাব টের পাই মা, মাদার্স ডে-তে প্রয়াত সুষমা স্বরাজের স্মৃতিতে ট্যুইট মেয়ের
বিদেশমন্ত্রী হিসাবে সুষমা ব্যাপক জনপ্রিয়তা পান যে কেউ বিপদে পড়ে জানানো মাত্র সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।২০১৪র ২৬ মে থেকে ২০১৯ এর মে পর্যন্ত বিদেশমন্ত্রী হিসাবে কাজ করেন সুষমা। তিনিই দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা বিদেশমন্ত্রী।
নয়াদিল্লি: মাদার্স ডে-তে প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরি স্বরাজের মর্মস্পর্শী ট্যুইট। গত বছরের আগস্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুষমা। তার আগে বেশ কিছুদিন অসুখে ভুগেছেন। রবিবার প্রয়াত মাকে মনে রেখে বাঁসুরি লিখেছেন, হ্যাপি মাদার্স ডে @ সুষমা স্বরাজ। প্রতিটি নিঃশ্বাসে তোমায় মিস করি মা। তোমার অভাব অনুভব করি।
Happy Mother's Day @SushmaSwaraj. Miss you with every breath Ma. pic.twitter.com/mARjqC07mq
— Bansuri Swaraj (@BansuriSwaraj) May 10, 2020
২০১৪র ২৬ মে থেকে ২০১৯ এর মে পর্যন্ত বিদেশমন্ত্রী হিসাবে কাজ করেন সুষমা। তিনিই দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা বিদেশমন্ত্রী। ইন্দিরা গাঁধী প্রধানমন্ত্রী থাকার সময় বাড়তি দায়িত্ব হিসাবে বিদেশমন্ত্রক সামলাতেন।
নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় পর্বে সুষমার পর বিদেশমন্ত্রকের ভার দেওয়া হয় প্রাক্তন কূটনীতিক এস জয়শঙ্করকে।
১৯৭৭ সালে সুষমা হরিয়ানা বিধানসভায় নির্বাচিত হন, মাত্র ২৫ বছর বয়সে রাজ্য মন্রি্তসভার সদস্য হন। সেই পরিষদীয় রাজনীতিতে প্রবেশ। দিল্লির মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। একবার বাদে কেন্দ্রে প্রতিটি বিজেপি নেতৃত্বাধীন সরকারে সামিল করা হয় তাঁকে।
১৯৯৮ থেকে ২০০৪, প্রয়াত অটলবিহারী বাজপেয়ির নেতৃত্বাধীন বিজেপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ভার ছিল তাঁর হাতে। ২০০৯ সালে মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্রে জিতে ১৫-তম লোকসভার সদস্য হন তিনি। তাঁকে সংসদে বিরোধী দলনেতা করা হয়।
বিদেশমন্ত্রী হিসাবে সুষমা ব্যাপক জনপ্রিয়তা পান যে কেউ বিপদে পড়ে জানানো মাত্র সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। বিদেশে গিয়ে যে কোনও সমস্যায় পড়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করলেই তিনি মন্ত্রকের লোকজনকে তত্পর হয়ে দ্রুত সমাধানের নির্দেশ দিতেন। সক্রিয়, সদর্থক ভূমিকার জন্য সবার মন জয় করেছিলেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement